বাংলা হান্ট ডেস্ক: যাত্রী সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বদ্ধপরিকর ভারতীয় রেল (Indian Railways)। এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। শনিবার রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) নেতৃত্বে একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার রেলের তরফ থেকে একটি বিবৃতিতে নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়। জানা যায় সেই বিবৃতিতে দেশের প্রতিটি ট্রেনের বগিতে বসানো হবে সিসিটিভি ক্যামেরা (CCTV Camera)। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ক্যামেরাগুলি থাকবে প্রতিটি কোচের প্রবেশদ্বার ও করিডোরের চারটি কোণে।
যাত্রী সুরক্ষায় নজিরবিহীন পদক্ষেপ রেলের,ট্রেনের সব বগিতেই বসছে সিসিটিভি ক্যামেরা (Indian Railways)
ট্রেনের বগিতে বসছে সিসিটিভি ক্যামেরা। যাত্রীদের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক। সূত্রের খবর, এই উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরাগুলিতে থাকবে নাইট ভিশন সুবিধা ও স্টোরেজ ক্ষমতা। যা কম আলোতেও পরিষ্কার ফুটেজ তুলে ধরতে পারবে। এছাড়াও ক্যামেরাগুলির রেকর্ডিং সংরক্ষিত থাকবে নির্দিষ্ট সময় পর্যন্ত যারফলে প্রয়োজনে তদন্তে ব্যবহার করা যাবে। এই সিদ্ধান্তের ফলে স্বাভাবিকভাবেই রেলের যাত্রী সুরক্ষা বাড়বে। বিশেষ করে ট্রেনে একা একা ভ্রমণ ভ্রমণ করা মহিলাদের জন্য নিরাপদ হয়ে উঠবে।
সূত্রের খবর, যাত্রীদের গোপনীয়তার বিষয়টি বিবেচনা করে এই ক্যামেরাগুলো কেবল কোচের ঢোকার জায়গায় বসানো হবে। এমন কি প্রতিটি কোচে ৪টি করে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে। পাশাপাশি লোকোমোটিভ এর ভেতরে, সামনে ও পিছনের দিকে একটি করে গম্বুজ আকৃতির সিসিটিভি থাকবে। একইসঙ্গে লোকোমোটিভ গুলিতে দুটি ডেস্ক মাউন্ট করা মাইক্রোফোন থাকবে।
আরও পড়ুন: ৭৫,০০০ টাকার স্কলারশিপ দিচ্ছে কেন্দ্র, কিন্তু কারা পাবেন? জানুন বিস্তারিত
এই বিষয়ে রেলের এক আধিকারিক জানান, ট্রেনে যাত্রী নিরাপত্তার জন্য এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আরও জানান এটি এক যুগান্তকারী পদক্ষেপ। এছাড়াও, এই সিসিটিভি ক্যামেরা লাগানোর ফলে মহিলাদের নিরাপত্তা, শিশু পাচার, চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ নিয়ন্ত্রণে এই উদ্যোগ অত্যন্ত কার্যকরী হবে। প্রসঙ্গত, রেল দফতরের এই পদক্ষেপ যাত্রীদের জন্য খুবই সুরক্ষিত হবে বলে মনে করছেন জনসাধারণ। রেল সূত্রের খবর, খুব তাড়াতাড়ি ১৫ হাজার লোকোমোটিভ ও ৭৪ হাজার কোচে এই সিসিটিভি ক্যামেরার (CCTV Camera) লাগানো হবে।