বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের জন্য সবসময়ই কিছু না কিছু উদ্যোগ নিয়ে থাকে ভারতীয় রেল (Indian Railways)। প্রবীণ নাগরিকদের জন্য আগে ভাড়ায় বিশেষ ছাড় দেওয়া হত। মাঝে তা বন্ধ হয়ে গেলেও এখন আবার তা ফিরিয়ে আনা হয়েছে যাত্রীদের সুবিধার্থে। সিনিয়র সিটিজেনদের জন্য ভাড়ায় আবারও ছাড় ফিরিয়ে আনছে ভারতীয় রেল।
প্রবীণ নাগরিকদের জন্য সুখবর রেলের (Indian Railways)
বেশ কয়েক বছরের অপেক্ষা শেষে আবারও সিনিয়র সিটিজেনদের জন্য সুখবর দিল ভারতীয় রেল। প্রবীণ ব্যক্তিরা যাতে সহজে, আরামদায়কভাবে এবং সস্তায় ট্রেন সফর করতে পারে তার জন্য এই উদ্যোগ নিয়েছে রেল। শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্যই দুটি গুরুত্বপূর্ণ সুবিধা আবারও চালু করতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)।

ফিরছে বড়সড় ছাড়: টিকিটের দামে আবারও বড়সড় ছাড় পেতে চলেছেন প্রবীণ নাগরিকরা। দূরপাল্লার ট্রেনে সফরের ক্ষেত্রে এর ফলে অনেকটাই অর্থ সাশ্রয় হবে বয়স্ক যাত্রীদের। এছাড়াও সফরের সময় অগ্রাধিকারের ভিত্তিতে সাহায্য এবং আরামদায়ক সফরের সুবিধাও পাবেন তাঁরা। এখন প্রশ্ন হল, কারা কারা পাবেন এই সুবিধা?
আরও পড়ুন :ট্র্যাক বদলে দুর্ধর্ষ কামব্যাক ‘পরিণীতা’র, ঘুরে দাঁড়াচ্ছে জি বাংলা, কী পরিস্থিতি জলসার?
কারা পাবেন সুবিধা: ভারতীয় রেলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, বয়সের ভিত্তিতে প্রবীণ নাগরিক সুবিধা পাওয়ার যোগ্যতা নির্ধারণ করা হবে। বয়সসীমা যারা পূরণ করবেন, শুধুমাত্র তারাই পাবেন ভাড়ায় ছাড় এবং সংশ্লিষ্ট আরও সুযোগ সুবিধা। ৬০ বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং ৫৮ বছর বা তার বেশি বয়সী মহিলারা পাবেন এই সুবিধা। প্রমাণ হিসেবে বয়সের উল্লেখ রয়েছে এমন একটি বৈধ নথি দেখাতে হবে তাদের। ভ্রমণের সময় সঙ্গে রাখতে হবে এই প্রমাণপত্র।
আরও পড়ুন : এই প্রকল্পে ২৫০০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার, কারা পাবেন? রইল খুঁটিনাটি
উল্লেখ্য, অনলাইন এবং অফলাইন টিকিট কাটার সময় বয়সের ভিত্তিতে পাওয়া যাবে ছাড়। তাই টিকিট বুকিংয়ের সময় দিতে হবে সঠিক বয়স। এই সুবিধার জেরে প্রবীণ নাগরিকরা তাদের পছন্দের সিট এবং লোয়ার বার্থের অপশনও পাবেন। এই ছাড় ফিরে আসায় বিভিন্ন রুটে যাত্রী সংখ্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে।












