স্লিপার কোচ, ছুটবে ২২০ কিমি প্রতি ঘণ্টায়! বন্দে ভারতকে আরও উন্নত করছে রেল

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময় সমগ্ৰ দেশজুড়ে যে ট্রেনটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেটির নাম হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রীতিমতো খবরের শিরোনামে থাকছে এই ট্রেন। পাশাপাশি, যাত্রীদের মধ্যেও এই ট্রেনটিকে ঘিরে গভীর আগ্রহ পরিলক্ষিত হয়। তবে, এবার বন্দে ভারত সম্পর্কিত আরও একটি খবর সামনে এল।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই ট্রেনটি এখন স্লিপার ক্লাসের সংস্করণেও চলবে। রেলের আধিকারিকরা জানিয়েছেন যে, এই ট্রেনের স্লিপার সংস্করণটি ২২০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে সফর করার মত করে ডিজাইন করা হবে। তবে, এই ট্রেনের অ্যালুমিনিয়ামের তৈরি স্লিপার সংস্করণটি ট্র্যাকে ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দৌড়বে বলেও জানা গিয়েছে।

৪০০ টি বন্দে ভারত ট্রেনের জন্য টেন্ডার জারি করেছে রেল: এই প্রসঙ্গে আধিকারিকরা জানিয়েছেন চেয়ার কার বিশিষ্ট বন্দে ভারত এক্সপ্রেসগুলি পর্যায়ক্রমে শতাব্দী এক্সপ্রেসকে প্রতিস্থাপিত করবে। যেখানে স্লিপার ভেরিয়েন্টগুলি হয়ে উঠবে রাজধানী এক্সপ্রেসের বিকল্প। পাশাপাশি আরও জানা গিয়েছে যে, ইতিমধ্যেই রেল ৪০০ টি বন্দে ভারত এক্সপ্রেসের জন্য টেন্ডার জারি করেছে। এমতাবস্থায়, চলতি মাসের শেষের দিকেই এই সংক্রান্ত কাজটি অনুমোদন পাবে। মূলত, এই ধরণের প্রারম্ভিক ট্রেনগুলি দেশীয়ভাবে নির্মিত ট্রেনগুলির স্লিপার সংস্করণও হতে পারে। এই প্রসঙ্গে চারটি বড় দেশি ও বিদেশি কোম্পানি এহেন উৎপাদনে আগ্রহ প্রকাশ করেছে।

রেলের পরিকল্পনা রয়েছে যে, প্রথম ২০০ টি বন্দে ভারত ট্রেনে শতাব্দী এক্সপ্রেসের স্টাইলে আসন থাকবে। পাশাপাশি, সেগুলি ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ভ্রমণ করার জন্য ডিজাইন করা হবে। তবে, আপাতত রেলপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় গতি ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি, এই ট্রেনগুলি স্টিলের তৈরি হবে।

vande bharat express fog

দ্বিতীয় পর্বের ২০০ টি বন্দে ভারত ট্রেন স্লিপার হবে: দ্বিতীয় ধাপে অ্যালুমিনিয়ামের তৈরি ২০০ টি স্লিপার ক্লাসের বন্দে ভারত চালানো হবে। এই ট্রেনগুলির সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ২০০ কিলোমিটার। এর জন্য দিল্লি-মুম্বই ও দিল্লি-কলকাতা রেলপথের ট্র্যাকগুলি মেরামত করা হচ্ছে এবং সিগন্যালিং ব্যবস্থাও উন্নত করা হচ্ছে। এছাড়াও উভয় রেলপথে ১,৮০০ কোটি টাকা ব্যয়ে সংঘর্ষরোধী প্রযুক্তিগত ঢাল স্থাপন করা হচ্ছে। আধিকারিকরা আরও জানিয়েছেন যে, আগামী দুই বছরে ৪০০ টি ট্রেন তৈরি করা হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর