বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিন দেশজুড়ে (India) লক্ষ লক্ষ মানুষ ট্রেনে (Train) চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। শুধু তাই নয়, আমাদের দেশে গণপরিবহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল রেলপথ (Indian Railways)। এছাড়াও সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ট্রেনে চেপে যাতায়াতের ক্ষেত্রে খরচের পরিমাণ অনেকটাই কম হওয়ায় যাত্রীরা অধিকাংশ ক্ষেত্রে রেলপথকেই বেছে নেন। আর সেই কারণে ভারতীয় রেলকে দেশের “লাইফলাইন” বলা হয়। এদিকে, ক্রমবর্ধমান যাত্রীদের সুষ্ঠুভাবে পরিষেবার প্রদানের লক্ষ্যে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে রেল। পাশাপাশি প্রবীণ যাত্রীদের সফরের সুবিধার জন্যও রেলের একাধিক নিয়ম চালু রয়েছে। যেগুলি সম্পর্কে অনেকেই জানেন না। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
প্রবীণ নাগরিকরা পান একাধিক সুবিধা: ভারতীয় রেলের নিয়ম অনুসারে, ৬০ বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং ৫৮ বছর বা তার বেশি বয়সী মহিলাদের প্রবীণ নাগরিকদের শ্রেণিতে রাখা হয়েছে। আর এই নিয়ম অনুসারেই, প্রবীণ পুরুষ নাগরিকরা ভারতীয় রেলের ভাড়ার ক্ষেত্রে ৪০ শতাংশ ছাড় পান। পাশাপাশি, প্রবীণ মহিলা নাগরিকরা ভাড়ায় ৫০ শতাংশ ছাড় পান। মেইল, এক্সপ্রেস, রাজধানী, শতাব্দী এবং দুরন্ত সহ বিভিন্ন এক্সপ্রেস ট্রেনে এই ছাড় পাওয়া যাচ্ছে।
লোয়ার বার্থের সুবিধা: এছাড়াও, প্রবীণ নাগরিকদের জন্য ট্রেনে উপলব্ধ সুবিধাগুলির মধ্যে অন্যতম হল লোয়ার বার্থের সুবিধা। যা ট্রেনে সফরের সময়ে প্রবীণ নাগরিকদের একাধিক সুবিধা প্রদান করে। এই সুবিধার মাধ্যমে যদি কোনো প্রবীণ নাগরিক টিকিট কাটার সময়ে লোয়ার বার্থকে বেছে নেন, সেক্ষেত্রে রেল তাঁর জন্য একটি লোয়ার বার্থ বরাদ্দ করবে।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতে, প্রবীণ নাগরিকরা কনফার্ম লোয়ার বার্থের সুবিধা পান। এর জন্য রেলের আলাদা নিয়ম রয়েছে। যেখানে প্রবীণ নাগরিকদের মধ্যে, ৪৫ বছরের বেশি বয়সী মহিলারা লোয়ার বার্থ নির্বাচন না করেই লোয়ার বার্থের আসন পাবেন।
আরও পড়ুন: আর মাত্র কিছু সময়ের অপেক্ষা! আসতে চলেছে “মেড ইন ইন্ডিয়া টেসলা”, সামনে এল বড় তথ্য
রিজার্ভ থাকে লোয়ার বার্থ: রেলের নিয়ম অনুসারে, প্রবীণ মহিলা এবং গর্ভবতী মহিলাদের জন্য স্লিপার ক্যাটাগরিতে ৬ টি লোয়ার বার্থ রিজার্ভ করা থাকে। এর পাশাপাশি ৩ টায়ারের এসির প্রতিটি কোচে ৪ থেকে ৫ টি লোয়ার বার্থ সংরক্ষিত থাকে। ২ টায়ারের এসির প্রতিটি কোচে ৩ থেকে ৪ টি লোয়ার বার্থ সংরক্ষিত থাকে।
আরও পড়ুন: সারারাত ছুটবে বন্দে ভারত! যাত্রীদের কথা মাথায় রেখে এই রুটে বিশেষ পরিষেবা শুরু রেলের
শুধু তাই নয়, যদি কোনো প্রবীণ নাগরিক বা প্রতিবন্ধী ব্যক্তি উপরের বার্থ পেয়ে থাকেন, সেক্ষেত্রে তাঁরা প্ল্যাটফর্মে ট্রেন সফর শুরু হওয়ার আগে টিটিইকে জিজ্ঞাসা করে লোয়ার বার্থের জন্য অনুরোধ করতে পারেন। এমতাবস্থায়, যদি কোনো লোয়ার বার্থ খালি থাকে তবে সেক্ষেত্রে টিটিই নিয়ম অনুযায়ী লোয়ার বার্থ বরাদ্দ করবেন।
রেলস্টেশনে থাকে হুইলচেয়ার: দেশের বেশিরভাগ প্রধান রেলস্টেশনে প্রবীণ নাগরিকদের জন্য হুইলচেয়ারের সুবিধাও রয়েছে। এর জন্য যাত্রীরা সংশ্লিষ্ট স্টেশন মাস্টার বা স্টেশন ম্যানেজারের কাছে একটি হুইলচেয়ার চাইতে পারেন। অনুরোধের ভিত্তিতে এই হুইলচেয়ার পাওয়া যাবে। তবে, এর জন্য আপনাকে কুলিকে কিছু অর্থ প্রদান করতে হতে পারে। এই সুবিধাটি পেতে আপনি অনলাইন বুকিংও করতে পারেন। এর জন্য আপনাকে www.irctc.co.in-এ লগ ইন করতে হবে। এর পাশাপাশি, অসুস্থতায় ভুগছেন এমন প্রবীণ নাগরিকরা টিকিট কাটার সময় অন্যদের তুলনায় তাড়াতাড়ি কনফার্ম সিট পান।