বাংলাহান্ট ডেস্ক : বছর জুড়ে বিভিন্ন ভাবে যাত্রী পরিষেবাকে উন্নত করার চেষ্টা করে ভারতীয় রেল (Indian Railways)। টিকিট বুকিং সুবিধাজনক করার পাশাপাশি মাঝেমাঝে বিভিন্ন ছাড়ের ব্যবস্থাও করে করে থাকে রেল। এবার আবারও এক বড় ঘোষণা করা হল রেলের তরফে। ট্রেনের টিকিট কাটলেই মিলবে আকর্ষণীয় ছাড়। পুজোর আগে বা পুজোর সময় অনেকেই ঘুরতে যান। তাই পর্যটকদের কাছে এটা বড় সুখবর হবে বলেই মনে করছে রেল (Indian Railways)।
টিকিট বুকিংয়ে বড় ছাড় দিচ্ছে ভারতীয় রেল (Indian Railways)
পুজোর আগেই রাউন্ড ট্রিপ প্যাকেজ শুরু করছে ভারতীয় রেল (Indian Railways)। এই প্যাকেজে যাওয়া আসার টিকিট একসঙ্গে কাটলে মিলবে ২০ শতাংশ ছাড়। ভ্রমণপ্রেমীদের কথা মাথায় রেখেই এই বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে ভারতীয় রেলের (Indian Railways) তরফে। কতদিন পর্যন্ত মিলবে এই ডিসকাউন্ট? কবে থেকে বা পাওয়া যাবে ছাড়ের সুবিধা?
কতদিন পর্যন্ত পাওয়া যাবে সুবিধা: জানা গিয়েছে, সীমিত সময়ের জন্য মিলবে রাউন্ড ট্রিপ প্যাকেজের সুবিধা। রেল (Indian Railways) সূত্রে খবর, ১৩ ই অক্টোবর থেকে ১ লা ডিসেম্বর পর্যন্ত মিলবে এই ছাড়ের সুবিধা। আগামী ১৪ ই অগাস্ট থেকে শুরু হবে প্যাকেজের জন্য টিকিট বুকিং। চলবে ২৬ শে অক্টোবর পর্যন্ত। যারা পুজোর পরে ঘুরতে যেতে চান তারা ১৪ ই অগাস্টের পরেই আগাম টিকিট বুক করে রাখতে পারেন।
আরও পড়ুন : নামমাত্র ভাড়া ধার্য এসি লোকালে, তাও চড়বেন বিনা টিকিটে? ধরা পড়লে কী শাস্তি হতে পারে?
কী কী শর্ত মানতে হবে: ১৭ ই নভেম্বর থেকে ১ লা ডিসেম্বর পর্যন্ত রিটার্ন টিকিট বুক করা যাবে। তাই রিটার্ন টিকিটও কেটে রাখতে হবে ওই সময়েই। তবে এক্ষেত্রে রিটার্ন টিকিটে অ্যাডভান্সড রিজার্ভেশন পিরিয়ডের নিয়ম কার্যকর হবে না বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন : সস্তায় দুবাইকেও টেক্কা দেবে এই দেশ, যে গয়না পরছেন সেই সোনা কোথা থেকে আসে জানেন?
রেল (Indian Railways) সূত্রে জানা গিয়েছে, রাউন্ড ট্রিপ অর্থাৎ দুপিঠের টিকিট কনফার্ম হলে তবেই মিলবে এই প্যাকেজের সুবিধা। টিকিট বুক করলে বেসিক ভাড়ার উপরে মিলবে ২০ শতাংশ ছাড়। জানিয়ে রাখি, রাউন্ড ট্রিপ প্যাকেজে টিকিট কাটার পর বাতিল করা হলে টাকা ফেরত মিলবে না। এক্ষেত্রে কোনও রেল ডিসকাউন্ট কুপন বা রেল পাস কার্যকর হবে না।