সাধারণ এক্সপ্রেসও এবার ছুটবে বন্দে ভারতের মতো, ৬০০ কিমি পেরিয়ে যাবে মাত্র ৪ ঘন্টায়!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দেশের বিভিন্ন শ্রেণির মানুষের পছন্দের পরিবহন হল ট্রেন। ভারতীয় রেলওয়ে (Indian Railways) দেশের বিভিন্ন প্রান্তকে জুড়েছে যাতে যাত্রীরা সহজেই নিজের গন্তব্যে পৌঁছাতে পারে। আর এবার যাতে সময়ও কম লাগে, সেই উদ্যোগ নিল ভারতীয় রেলওয়ে (Indian Railways)। ‘মিশন রফতার’ প্রকল্পের অধীনে দেশের প্রধান রেলওয়ে ট্র্যাক গুলির গতি বাড়ানোর কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় যাত্রীবাহী এবং পণ্যবাহী দুই ট্রেনেরই গড় গতি বৃদ্ধি করার কাজ চলছে।

ট্রেনের গতি বাড়ানো নিয়ে বড় উদ্যোগ ভারতীয় রেলের (Indian Railways)

যাত্রাপথে যাতে সময় আরও কম লাগে তার জন্য ট্রেনের গতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। বর্তমানে সর্বোচ্চ ১৬০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে ট্রেন চালানো হয়। যদিও সেগুলি মাত্র কয়েকটি রুটেই। অন্য রুটগুলিতে এই গতিতে ট্রেন চালানোর মতো প্রয়োজনীয় পরিকাঠামো এখনও পর্যন্ত নেই। সেই কারণে অন্য রুটগুলিতেও এই ধরণের পরিকাঠামো প্রসারিত করার কাজ চলছে।

Indian railways is upgrading tracks for highest speed

উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে: বেশিরভাগ রুটগুলিতে যাতে সর্বোচ্চ গতিতে ট্রেন (Indian Railways) চালানো যায় তার অনুরূপ ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির সহযোগিতায় ট্র্যাকের মানোন্নয়ন করা হচ্ছে। পাশাপাশি রেলগেটগুলি বাতিল করে তার জায়গায় বসছে ওভারব্রিজ বা আন্ডারপাস। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা এবং সিগন্যালিং ব্যবস্থা উন্নত করার দিকে জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : ভুলে যাবেন চিংড়ির স্বাদ, এভাবে রাঁধুন ‘মটন মালাইকারি’, জমে যাবে রবিবার

কোন কোন রুটে চলবে ট্রেন: মূলত যে রুটগুলি দেশের প্রধান বাণিজ্যিক রুটগুলিকে যুক্ত করে সেই রুটগুলিতে গতি বাড়ানোর কাজ চলছে। আপাতত দিল্লি-মুম্বই, দিল্লি-হাওড়া, দিল্লি-চেন্নাই সহ অন্য রুটগুলিতেও কাজ চলছে বলে খবর। এই প্রকল্প সফল হলে গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের সময় যে অনেকটাই বাঁচবে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন : মমতাকে বিঁধে গান গাওয়ার অভিযোগ, বাড়িতে ঘন ঘন পুলিশি হানা, শিল্পী মণীন্দ্রের ঢাল হয়ে দাঁড়ালেন শুভেন্দু

অন্যদিকে উত্তর-পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে বড় পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। দিল্লি-গুয়াহাটি হাই ডেনসিটি নেটওয়ার্কের অংশ হিসেবে আলুয়াবাড়ি রোড-নিউ জলপাইগুড়ি রুটে তৃতীয় এবং চতুর্থ লাইন নির্মাণের জন্য অনুমোদন দিয়েছে।