আর নয় অপেক্ষা! সেপ্টেম্বরেই শুরু হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেনের পরিষেবা? মিলল বড় আপডেট

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে গণপরিবহণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল রেলপথ (Indian Railways)। প্রতিদিন ট্রেনে চেপে লক্ষ লক্ষ মানুষ পৌঁছে যান নিজেদের গন্তব্যে। শুধু তাই নয়, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের যাত্রী সংখ্যা। এমতাবস্থায়, যাত্রীদের আরও সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে রেল। এই আবহেই এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ভারতীয় রেল শীঘ্রই রেল যাত্রীদের জন্য একটি বিশেষ উপহার দিতে চলেছে।

যাত্রীদের জন্য বড় উপহার দিতে চলেছে রেল (Indian Railways):

মূলত, ভারতীয় রেল চলতি মাসেই অর্থাৎ সেপ্টেম্বরে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের (Indian Railways) চলাচল শুরু করতে পারে। সাম্প্রতিক এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। ট্রেনে ভ্রমণকারী যাত্রীরা দীর্ঘদিন ধরে বন্দে ভারত স্লিপার ট্রেনের জন্য অপেক্ষা করছেন। এমন পরিস্থিতিতে, এটি তাঁদের জন্য একটি দুর্দান্ত খবর হিসেবে বিবেচিত হচ্ছে।

Indian Railways major update on Vande Bharat sleeper services.

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্ট অনুসারে, বন্দে ভারত ট্রেনের (Indian Railways) মতো, স্লিপার ট্রেনের কোচগুলিও যাত্রীদের আরাম এবং স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। সর্বশেষ প্রযুক্তির ওপর জোর দিয়ে, বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি দীর্ঘ এবং মাঝারি দূরত্বের ভ্রমণের জন্য তৈরি করা হয়েছে। যেখানে একাধিক এমন বিশেষ বৈশিষ্ট্যও থাকবে যা এখনও পর্যন্ত কোনও ট্রেনে দেখা যায়নি।

আরও পড়ুন: ৩ টি হ্যাটট্রিক! ৮ জন করেছেন গোল, কাজাখস্তানকে ১৫-০ ব্যবধানে হারিয়ে নজির ভারতীয় হকি দলের

বন্দে ভারত স্লিপার ট্রেনের বৈশিষ্ট্য: বন্দে ভারত স্লিপার (Indian Railways) ট্রেনটি সর্বোচ্চ ১৮০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে সক্ষম হবে। এই ট্রেনে বিশ্বমানের সুবিধাও মিলবে। যার মধ্যে রয়েছে USB চার্জিং সুবিধা, পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম, ইনসাইড ডিসপ্লে প্যানেল, সিসিটিভি ক্যামেরা এবং মডিউলার প্যান্ট্রি। এদিকে, প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ বার্থ এবং টয়লেটও থাকবে। এছাড়াও, প্রথম শ্রেণির এসি কোচে গরম জলের শাওয়ারের সুবিধাও পাওয়া যাবে।

আরও পড়ুন: দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান! ২০২৬-এ ভারতে সম্পন্ন হতে চলেছে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ

কী জানিয়েছেন রেলমন্ত্রী: গত মাসে, গুজরাটের ভাবনগরে এক অনুষ্ঠানে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছিলেন যে, বন্দে ভারত স্লিপার ট্রেন শীঘ্রই চালু হবে। তিনি বলেছিলেন, “বন্দে ভারত স্লিপার খুব শীঘ্রই আসছে; সেপ্টেম্বরে।”এর আগে ২৫ জুলাই, ২০২৫ তারিখে রাজ্যসভায় এক লিখিত উত্তরে রেলমন্ত্রী জানিয়েছিলেন যে, বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রথম রেক চালু হতে চলেছে। রেলমন্ত্রী জানিয়েছিলেন, “বন্দে ভারত স্লিপার (Indian Railways) ট্রেনসেটের প্রথম প্রোটোটাইপ ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। পরীক্ষা এবং অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে, বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রথম রেক শীঘ্রই চলাচল শুরু করবে।” তবে, এই ট্রেনগুলির চালুর তারিখ এখনও চূড়ান্ত হয়নি। পাশাপাশি, রুট সম্পর্কেও তথ্য প্রকাশ করা হয়নি। রেলওয়ে বোর্ড রুট সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।