বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেলের (Indian Railwas) তরফ থেকে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা যাতে আরও স্বাচ্ছন্দের হয় তার জন্য নানান রকমের পদক্ষেপ গ্রহণ করছে। পাশাপাশি জানা যায়, ২০২৬ সালে বিভিন্ন রকমের কাজের জন্য প্রযুক্তির ব্যবহার করা হবে ভারতীয় রেলে। এমন কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সম্প্রতি দিল্লির একটি অনুষ্ঠানে, রেলের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট (AI) এর ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি।
রেলের আধুনিকীকরণ AI ব্যবহার, উত্তরবঙ্গের নতুন ট্রেন সুবিধা (Indian Railways)
এই প্রসঙ্গে রেলমন্ত্রী জানিয়েছেন, ভারতীয় রেল (Indian Railways) প্রযুক্তি উন্নত করার জন্য ও যাত্রী সুরক্ষা নিশ্চিত করার জন্য নতুন পদ্ধতি ও প্রযুক্তির অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি ২০২৬ সালের ৫২ সপ্তাহে ৫২ সংস্কার করা হবে। প্রযুক্তি ও উদ্ভাবনীর জন্য স্ট্রাকচারাল মেথড আনা হবে।

আরও পড়ুন: এবারের ছুটিতে দার্জিলিং ভুলে যান! কালিম্পংয়ের কোলে এমন এক উপত্যকা, দেখলে মনে হবে স্বর্গ…
এছাড় চলতি বছর নতুন একাধিক ট্রেন লঞ্চ করার কথাও বলেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। যার মধ্যে ১৭ জানুয়ারি উদ্বোধন করা হবে দেশের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস স্লিপারের। এই ট্রেনটি হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত ছয় দিন চলাচল করবে।
পাশাপাশি উত্তরবঙ্গবাসীরদের জন্যও রয়েছে সুখবর, এবার নিউ জলপাইগুড়ি থেকে নাগেরকয়েল যাওয়ার এক্সপ্রেস ট্রেনেরও উদ্বোধন করা হবে জানুয়ারি মাসেই।তাছাড়া বালেশ্বর, ভুবনেশ্বর, পালাসা, ভাইজ়্যাগ, বিশাখাপত্তনম হয়ে যাবে এই ট্রেন। এ ছাড়াও আলিপুরদুয়ার, বালুরঘাট, রাধিকাপুর থেকে বেঙ্গালুরুর ট্রেন পরিষেবা শুরু হবে।
রেল (Indian Railways) কর্তৃপক্ষের মতে, নতুন ট্রেন চালু হলে ব্যবসা, পড়াশোনা ও চিকিৎসার জন্য দূরপাল্লার যাত্রা আরও স্বচ্ছন্দ হবে। বিশেষ করে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বহু এলাকার মানুষের জন্য এটি বড় সুবিধা এনে দেবে।












