Indian Railways: রেলে ভ্রমণের আগে অবশ্যই জেনে নিন এই ৮টি নিয়ম, নাহলে পড়তে পারেন সমস্যায়

বাংলাহান্ট ডেস্ক : আপনাকে কি কাজের সূত্রে প্রতিদিন ভ্রমণ করতে হয় রেলে? কিংবা ঘুরতে যাওয়ার প্রিয় মাধ্যমে হিসেবে বেছে নেন ভারতীয় রেলকে? তাহলে আপনার জন্য রইল ভারতীয় রেল সম্পর্কিত ৮ টি এমন জরুরী তথ্য যা না জানলে আপনাকে যে কোন মুহূর্তে বিপদে পড়তে হতে পারে।

১. আপনি যদি নির্দিষ্ট সময়মতো ট্রেনে চড়তে না পারেন তাহলেও সেই সিট অন্য কারোর জন্য TTE বরাদ্দ করতে পারেন না।

   

২. কোন কারনে ট্রেন বাতিল হলে বা ভ্রমণসূচীতে অদলবদল ঘটলে সেক্ষেত্রে স্টেশনে যে TTE দায়িত্বে থাকবেন তিনি আপনাকে আপনার গন্তব্যের জন্য টিকিট কেটে দেবেন।

৩. আপনি যদি টিকিট কনফার্ম হওয়ার পর মাঝামাঝি বার্থ পেয়ে থাকেন তাহলে আপনি সেখানে শুধুমাত্র রাত্রি ১০ থেকে সকাল ৬ টা পর্যন্ত ঘুমোতে পারবেন। কিন্তু দিনের অন্যান্য সময় এটি যে কেউ ব্যবহার করতে পারেন।

৪. সাম্প্রতিক একটি নির্দেশ অনুযায়ী, রাত ১০ থেকে সকাল ৬ টার মধ্যে কোনো যাত্রীর উচ্চস্বরে গান বা কথা বলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিয়ম না মানলে যাত্রীকে জরিমানা হিসেবে মোটা অঙ্ক গুণতে হবে।

৫. আপনি নিজেই রেলের ওয়েবসাইটে গিয়ে আপনার বোডিং স্টেশন পরিবর্তন করতে পারেন। এর জন্য আপনাকে দিতে হয় ন্যূনতম একটি চার্জ।

৬. রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত IRCTC নতুন নিয়ম অনুযায়ী কোন টিকিট পরীক্ষক যাত্রীর টিকিট পরীক্ষা করতে পারবেন না।

৭. কোন যাত্রী যদি ট্রেনে করে নিজের পাখি বা পোষ্যকে সঙ্গে নিয়ে ভ্রমণ করতে চান তাহলে তাকে আলাদা করে লাগেজ ভ্যান বুক করতে হবে। এর পাশাপাশি সেই পোশ্যটির দায়িত্ব সম্পূর্ণভাবে যাত্রীর উপর থাকবে।

৮. IRCTC দ্বারা স্বীকৃত রেলওয়ে ভেন্ডারদের এমআরপির বেশি দাম নেওয়া দণ্ডনীয় অপরাধ বলেই বিবেচিত হবে। যদি কোন ভেন্ডার যাত্রীর সাথে এরূপ আচরণ করেন তাহলে যাত্রী ভেন্ডারের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর