নোংরা বাথরুম, মলমূত্রের গন্ধ এখন অতীত! এবার নয়া পদক্ষেপে রেলের, দুর্দান্ত হবে ট্রেন জার্নি

বাংলাহান্ট ডেস্ক: ভ্রমণ দূরের হোক বা কাছের, যাতায়াতের জন্য সব সময়েই আমজনতার প্রথম পছন্দের তালিকায় থাকে ট্রেন (Train)। কিন্তু বহুক্ষেত্রেই দূরপাল্লার ট্রেনে বাথরুমের দুর্গন্ধের জেরে নাজেহাল হতে হয় যাত্রীদেরকে। শুধু তাই নয়, এই সমস্যার জন্য ইতিমধ্যে নানান অভিযোগ জমা পড়েছে ‘রেল মদদ অ্যাপ’-এ।

সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, অ্যাপের মাধ্যমে পরিচ্ছন্নতা সংক্রান্ত এত অভিযোগ জমা পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে রেল বোর্ড। ফলে এই সমস্যা দূর করতে এবার কোমর বেঁধে নামছে ভারতীয় রেল (Indian Railways)। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকে এই সমস্যাটিকে নিয়ে আলোচনা করেছেন।

আরোও পড়ুন : ৮টি নতুন মেডিক্যাল কলেজের অনুমোদন কি পেয়েছে পশ্চিমবঙ্গ? NMC জানাল আসল সত্যিটা

বাথরুমের দুর্গন্ধ দূর করতে নতুন ধরনের রাসায়নিক ব্যবহার করে সমস্যা মুক্তির কথাও তুলে ধরেছেন। নাম প্রকাশে অনিচ্ছিক সেই রেল আধিকারিক নাকি বলেন, ‘দুর্গন্ধ সংক্রান্ত এত সংখ্যক অভিযোগের সমাধান করতে আইওটি-ভিত্তিক নয়া প্রযুক্তি ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করে দুর্গন্ধ চিহ্নিত করা যাবে।’

আরোও পড়ুন : আপনার সন্তানকে পান করাচ্ছেন এই পানীয়? এখনই করুন বন্ধ! অস্বাস্থ্যকর বলে জানাল কেন্দ্র

এই প্রকল্পটিকে বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যে বেছে নেওয়া হয়েছে মুম্বই ভিত্তিক একটি স্টার্টআপ সংস্থা ‘ভিলিসো’কে। নির্দিষ্ট কিছু কোচের ক্ষেত্রে এই দুর্গন্ধ চিহ্নিত করার প্রযুক্তিটি পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হবে বলেও জানা গিয়েছে। পরবর্তীকালে অবশ্য এই প্রযুক্তির কার্যকারিতা এবং ট্রেনে থাকা হাউজকিপিং কর্মীদের কাজের উপর ভিত্তি করেই প্রযুক্তিটির ব্যবহার বাড়ানো হবে।

raiin 16977150593x2

এদিকে, বাথরুমকে দুর্গন্ধ মুক্ত রাখতে প্রযুক্তির পাশাপাশি রেলের তরফে জানানো হয়েছে শক্তিশালী রাসায়নিক উপাদান ব্যবহার করা হবে। এই জন্যে ডিম্পল কেমিক্যালসের একটি ‘ক্লোনঅন কনসেনট্রেট’ ব্যবহার করার প্রস্তাব দিয়েছে রেল। এই প্রসঙ্গে অবশ্য রেলের তরফে দাবি করা হয়েছে, বন্দে ভারত স্লিপার ক্লাস ট্রেনের বাথরুমে কোনও দুর্গন্ধ থাকবে না।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর