রেলযাত্রীদের জন্য বড় খবর, শালিমার নয় এবার হাওড়া থেকে ছাড়বে বহু দূরপাল্লার ট্রেন

Published on:

Published on:

Indian Railways not from Shalimar, but several long-distance trains will start from Howrah
Follow

বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন (Indian Railways)। প্রতিটা মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য ট্রেনের ওপর ভরসা করেন। তবে দীর্ঘদিনের এক দীর্ঘ ভোগান্তির অধ্যায় অবশেষে সমাপ্তি ঘটলো। এবার থেকে দূরপাল্লার ট্রেন ধরতে আর রাতবিরতে শালিমার উদ্দেশ্যে পাড়ি দিতে হবে না যাত্রীদের। এবার থেকে হাওড়া থেকে ট্রেন ধরতে পারবেন যাত্রীরা।

শালিমার নয়, হাওড়া থেকে শুরু একাধিক দূরপাল্লার ট্রেন (Indian Railways)

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে দক্ষিণ পূর্ব রেলের নতুন সময়সূচি কার্যত হতেই বদলে গেল রুট ম্যাপ। এই নতুন সময়সূচী কার্যকর হওয়ার পর থেকে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের (Indian Railways) যাত্রা সরাসরি হাওড়া স্টেশন থেকে শুরু হল। আর এই পরিবর্তনের ফলে সব থেকে বেশি স্বস্তি পাবে পুরি, চেন্নাইসহ বিভিন্ন দূর পাল্লা রুটের নিত্য যাত্রীরা।

Indian Railways not from Shalimar, but several long-distance trains will start from Howrah

আরও পড়ুন: দূষণমুক্ত ভবিষ্যতের পথে রেল, জানুয়ারিতে হাইড্রোজেন ট্রেন চালুর সম্ভাবনা

চলতি বছরের প্রথম দিন থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে দক্ষিণ পূর্ব রেলের টাইমটেবিলে। এই নিয়ম অনুযায়ী, আগে যে সমস্ত ট্রেনগুলি শালিমার থেকে যাত্রা করতো, সেগুলির একাংশ টার্মিনাল বদলে এখন হাওড়া করে দাওয়া হয়েছে। এ বিষয়ে রেলকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, যাত্রীদের শালিমার যেতে বাধ্য না করে পরিষেবাকে হাওড়ায় নিয়ে আসা হয়েছে।

নতুন এই সময়সূচির কার্যকর হওয়ার ফলে যে সমস্ত ট্রেনগুলি হাওড়া স্টেশন থেকে ছাড়বে তা হল- করমন্ডল এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস। এই দুটি জনপ্রিয় দূরপাল্লার ট্রেন এখন থেকে আর শালিমার থেকে নয় বরং হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করবে। পাশাপাশি ট্রেনগুলি সময়সূচিতে নিয়ে আসা হয়েছে সামান্য পরিবর্তন। কয়েক মিনিট এগোনো বা পিছনের মাধ্যমে ট্রাফিক পরিস্থিতির সঙ্গে সমন্বয়ে রাখা হয়েছে ট্রেনগুলির।

তবে শুধুমাত্র টার্মিনাল নয় পরিচালনাগত সুবিধার জন্য বেশ কিছু ট্রেনের নম্বরেও নিয়ে আসা হয়েছে পরিবর্তন (Indian Railways)। রেলের সূত্র মারফত খবর, ট্রাফিক হ্যান্ডেলিং সহজ করা আর ট্রেন চলাচলকে আরো সুশৃঙ্খল করার জন্য গোটা রুট ম্যাপ বদলানো হয়েছে।তাছাড়া এখানে সংযোগ, যানবাহন ও নাগালের সুবিধা বহুগুণ বেশি ৷ ট্যাক্সির অতিরিক্ত খরচ, শেষ মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে অনিশ্চয়তা। তবে এখন আর এসবের সঙ্গে আর লড়তে হবে না যাত্রীদের৷