বাংলাহান্ট ডেস্ক : আজ গোটা দেশের পরিবহণ মানচিত্রে ভারতীয় রেল জায়গা করে নিয়েছে স্থায়ীভাবে। প্রতিদিন হাজার হাজার লোকাল ও দূরপাল্লার ট্রেন যাত্রীদের পৌঁছে দিচ্ছে গন্তব্যে। ভারতীয় রেল (Indian Railways) প্রতিনিয়ত যাত্রীদের কথা মাথায় রেখে নিয়ে আসছে একের পর এক সুবিধা।
তবে আমরা অনেকেই রেলের বিভিন্ন সুবিধা সম্পর্কে অবগত নই। আজ আমরা ভারতীয় রেলের এমনই একটি সুবিধার কথা তুলে ধরব এই প্রতিবেদনে। ভারতীয় রেল দূরপাল্লার ট্রেনের যাত্রীদের ১০ লক্ষ টাকার সুবিধা প্রদান করে থাকে। এই সুবিধা পাওয়ার জন্য যাত্রীদের খরচ করতে হয় মাত্র ৩৫-৪৫ পয়সা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
আরোও পড়ুন : একটানা ২১ ঘন্টা! কলকাতা এয়ারপোর্ট থেকে উড়বে না একটাও বিমান, ‘রেমালে’র জেরে জেরবার যাত্রীরা
আসলে ভারতীয় রেল দূরপাল্লার ট্রেনের যাত্রীদের ১০ লক্ষ টাকার বিমা কভারেজ দিয়ে থাকে। নিয়ম অনুযায়ী প্রত্যেক দূরপাল্লার ট্রেনের যাত্রীরা এই বিমার সুবিধা পেয়ে থাকেন। তবে শুধুমাত্র অনলাইন মাধ্যমে টিকিট বুক করলেই পাওয়া যায় এই বিমার সুবিধা। কাউন্টার থেকে টিকিট বুক করলে এই সুবিধা পাওয়া যায় না। পাশাপাশি দূরপাল্লার ট্রেনের সাধারণ কামরায় ভ্রমণ করলেও বিমার সুবিধা থাকে না।
আরোও পড়ুন : উত্তরপাড়ার ইঞ্জিনিয়ারের জয়জয়কার! ডাক পড়ল মার্কিন মুলুক থেকে, কারণ জানলে ধন্য ধন্য করবেন
শুধুমাত্র সংরক্ষিত কামরার যাত্রীদের জন্যই রয়েছে ভারতীয় রেলের ১০ লক্ষ টাকার বিমার সুবিধা। আবার সব ট্রেন বা সব রুটে এই ইন্সুরেন্স কভারেজ থাকে না। দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরায় দুর্ঘটনা ঘটলে যাত্রী ১০ লক্ষ টাকার বিমার সুবিধা পেয়ে থাকেন। ট্রেনে দুর্ঘটনার কারণে যাত্রীর মৃত্যু হলে ১০ লক্ষ টাকার কভারেজ দেওয়া হয়।
স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লে ৭ লক্ষ টাকার বিমা কভারেজ দেওয়া হয়। এছাড়াও ২ লক্ষ টাকার কভারেজে দেওয়া হয় আহত হলে। আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে টিকিট বুক করার সময় অ্যাডঅন হিসাবে এই বিমা বেছে নেওয়ার অপশন দেওয়া হয়। যাত্রীরা তখন এই অপশন সিলেক্ট করলে ৩৫ থেকে ৪৫ পয়সার বিনিময়ে পেয়ে যান ১০ লক্ষ টাকার বিমা কভারেজ।