যাত্রীদের সতর্কতা! কুয়াশার জেরে ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল বহু ট্রেন, দেখুন তালিকা

Published on:

Published on:

Indian Railways passenger inconvenience due to winter fog, warning issued regarding train cancellations
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতের দাপটের সঙ্গে দেশজুড়ে বাড়ছে কুয়াশার সমস্যা। যার ফলে কয়েকদিন ধরে বাতিল হচ্ছে একাধিক ট্রেন। পাশাপাশি বেশ কিছু ট্রেন (Indian Railways) যথেষ্ট দেরি করে গন্তব্যে পৌঁছচ্ছে। যার ফলে ভ্রমনের পরিকল্পনা অনেক ক্ষেত্রেই বাতিল হচ্ছে। আর এই কুয়াশার ফলে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে উত্তর ভারতের বিভিন্ন রুটের যাত্রীদের। আর এই ঘন কুয়াশার ফলে যে সমস্ত ট্রেনগুলি বাতিল হয়েছে, তার তালিকা দেখে নিন।

শীতের কুয়াশায় যাত্রী ভোগান্তি, ট্রেন বাতিলে সতর্কতা জারি (Indian Railways)

ভারতীয় রেলের জন্য এই মুহূর্তে ঘন কুয়াশা সবথেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সকাল এবং রাতের বেলা কয়েক মিটার দূরের জিনিস সঠিকভাবে দেখা যাচ্ছে না। যার ফলে ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে অনেকটাই। সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া কুয়াশার জেরে বাতিল করা হয়েছে ২০ টির বেশি ট্রেন। দেখে নিন কোন কোন ট্রেন গুলি বাতিল করা হয়েছে (Indian Railways)।

Indian Railways passenger inconvenience due to winter fog, warning issued regarding train cancellations

আরও পড়ুন: স্বাদ আর প্রোটিনে ভরপুর, পালং শাক ও সোয়াবিন দিয়ে বানান সুস্বাদু এই রেসিপিটি

বাতিল ট্রেনের তালিকা:

প্রয়াগরাজ-মুজাফ্ফরপুর রুট: ট্রেন নম্বর ১৪১১২ (প্রয়াগরাজ জংশন-মুজাফ্ফরপুর) এবং ১৪১১১ (মুজাফ্ফরপুর-প্রয়াগরাজ) ২৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল।

ঝাঁসি-কলকাতা রুট: ট্রেন নম্বর ২২১৯৮ বীরঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাতা এক্সপ্রেস ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে না। হাওড়া-দেহরাদুন রুট: ট্রেন নম্বর ১২৩২৭ উপাসনা এক্সপ্রেস ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।

নয়াদিল্লি-মালদা টাউন রুট: ট্রেন নম্বর ১৪০০৪ এক্সপ্রেস ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।

আম্বালা-বারাউনি রুট: ট্রেন নম্বর ১৪৫২৩ হরিহর এক্সপ্রেস ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে।

কামাখ্যা-আনন্দ বিহার রুট: ট্রেন নম্বর ১৫৬২১ (কামাখ্যা-আনন্দ বিহার) এবং ১৫৬২২ (আনন্দ বিহার-কামাখ্যা) ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি বাতিল।

কতদিন বাতিল থাকবে ট্রেন?

রেলের তরফ থেকে জানানো হয়েছে, যতদিন পর্যন্ত আবহাওয়ার উন্নতি হবে না ততদিন পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। পাশাপাশি এর ফলে বহু ট্রেন ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে। এমনকি কয়েকটি ট্রেন মার্চের শুরু পর্যন্ত চলবে না বলেও জানানো হয়েছে। যার ফলে আগেভাগে যারা টিকিট কেটে রেখেছেন তাদের ভোগান্তি আরও বাড়তে পারে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ (Indian Railways)।