বাংলাহান্ট ডেস্ক : পরিবহন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি বিগত বছরগুলিতে একাধিক ভ্রমণ প্যাকেজের ঘোষণা করেছে ভারতীয় রেল (Indian Railways)। সস্তায় দেশের নানান ঐতিহ্যবাহী স্থান যাত্রীদের ঘুরিয়ে দেখানো হয় এই প্যাকেজের আওতায়। নামমাত্র মূল্যে থাকা-খাওয়া সহ থাকে ঘোরার যাবতীয় খরচ।
ভারতীয় রেলের (Indian Railways) দুর্দান্ত প্যাকেজ
এবার কলকাতার যাত্রীদের জন্য বিশেষ পুরী প্যাকেজ নিয়ে এল আইআরসিটিসি। নামমাত্র মূল্যে পর্যটকদের জগন্নাথ দর্শন করাতে ভারতীয় রেলের (Indian Railways) নয়া উদ্যোগ। জগন্নাথ ধামের পাশাপাশি প্যাকেজের আওতায় পর্যটকদের ঘুরিয়ে দেখানো হবে কোনারকের সূর্য মন্দির, চিলকা। প্রতি শনিবার এই প্যাকেজের আওতায় যাত্রীরা যাওয়ার সুযোগ পাবেন জগন্নাথ ধামে।
আরও পড়ুন : আরেব্বাস! এবার কপাল খুলবে কলকাতা মেট্রোর যাত্রীদের, মিলবে এই বাড়তি সুবিধা
আইআরসিটিসির এজিএম কৌশিক বন্দ্যোপাধ্যায় জানান, বন্দে ভারত এক্সপ্রেসে প্রতি শনিবার আইআরসিটিসি (IRCTC) বুকিং করে রেখে দেবে ‘জগন্নাথ ধাম ট্যুর প্যাকেজ’ নামক নির্দিষ্ট আসন। অফলাইন বা অনলাইনে আগ্রহীরা প্যাকেজ বুক করতে পারেন। বুকিং করলে যাত্রীদের ‘জগন্নাথ ধাম ট্যুর প্যাকেজ’-এর আওতায় শনিবার করে নিয়ে যাওয়া হবে পুরী। সেক্ষেত্রে আলাদা করে টিকিট বুকিংয়ের ঝঞ্ঝাট থাকবে না।
আরও পড়ুন : রামনবমীর মিছিলে অংশ নিচ্ছেন মুসলিমরাও! বিশ্ব হিন্দু পরিষদ বলল, ‘সব লোকই আসতে পারে’
আইআরসিটির এই ভ্রমণ প্যাকেজের নাম দেওয়া হয়েছে- ‘পুরী জগন্নাথ ধাম যাত্রী কনফার্মড টিকিট বন্দে ভারত (ইএইচআর ১২৮)’। রেলের এই নয়া উদ্যোগের ফলে কোনও ঝঞ্ঝাট বা অতিরিক্ত চিন্তা ছাড়াই বন্দে ভারত এক্সপ্রেসে চেপে পৌঁছে যেতে পারবেন জগন্নাথ ধাম। ভারতীয় রেলের অধীনস্থ IRCTC পুরীর পাশাপাশি, পর্যটকদের ঘুরিয়ে দেখাবে পার্শ্ববর্তী একাধিক পর্যটন কেন্দ্র।
দীর্ঘদিন ধরে যারা জগন্নাথ দর্শন করতে যাওয়ার বাসনা পোষণ করছেন, তাদের জন্য অত্যন্ত সহায়ক হতে পারে আইআরসিটিসির (Indian Railways Catering and Tourism Corporation) ৪ দিন ৩ রাতের এই ভ্রমণ প্যাকেজ। জানা যাচ্ছে, এই প্যাকেজের আওতায় চিলকা, কোনারক এবং পুরী এই ৩ জায়গা থেকেই ঘুরে আসা যাবে।
হাওড়া থেকে যাত্রা শুরু করার পর বন্দে ভারত এক্সপ্রেস সরাসরি পৌঁছাবে পুরী। দ্বিতীয় দিন খাওয়া-দাওয়ার পর ঘুরিয়ে দেখানো হবে চিলকা। তৃতীয় দিন সকালবেলা ব্রেকফাস্টের পর পর্যটকদের নিয়ে যাওয়া হবে কোনারক। এসি গাড়িতে পর্যটকদের ঘুরিয়ে দেখানো হবে বিভিন্ন দর্শনীয় স্থান। গোটা ব্যবস্থার পরিচালনার দায়িত্বে থাকবেন আইআরসিটিসির আধিকারিক। যদি একসাথে দুজন এই ট্যুর প্যাকেজে ভ্রমণ করেন, তাহলে মাথাপিছু খরচ পড়বে ২২,৯৯০ টাকা। তিনজনের ক্ষেত্রে জনপ্রতি খরচ ১৯,৬৯০ টাকা। থ্রিএসি-তে দুই জনের ভাড়া পড়বে ২৬,৯৫০ টাকা। তিনজনের ক্ষেত্রে ভাড়া লাগবে ২১,৪৫০ টাকা।