ভিড়ে ঠাসা সফর করতে হবে না আর! পুজোর আগেই ‘সারপ্রাইজ গিফট’ নিয়ে হাজির রেল

   

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Rail) আমাদের দেশের লাইফলাইন। প্রতিদিন ট্রেনে চেপেই দূর-দূরান্তে সফর করে থাকেন বহু যাত্রী। তাই যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই প্রতি নিয়ত নিত্যনতুন পরিষেবাও আনছে  ভারতীয় রেল কর্তৃপক্ষ। প্রসঙ্গত দিনের পর দিন ভিড় বাড়ছে রেলযাত্রীদের। বিশেষ করে  সাধারণ ক্লাসের যাত্রীদের জায়গার অভাবে ভিড়ে ঠাসা ট্রেনে দমবদ্ধ পরিস্থিতিতেই যাতায়াত করতে হচ্ছে।

তাই এবার এই ভোগান্তি থেকে নিস্তার দিতেই যাত্রীদের জন্য দারুন উপহার নিয়ে হাজির ভারতীয় রেল। জানা যাচ্ছে এবার রেলওয়ে বোর্ড বছরে আড়াই হাজার সাধারণ শ্রেণীর কোচ প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে আগামী দিনে ট্রেনগুলিতে কোচের সংখ্যা আরো বাড়তে চলেছে। আর এর প্রভাব পড়তে চলেছে নাগপুর ডিভিশনের ট্রেনে।

এ প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানিয়েছেন ট্রেনে সাধারণ কোচ বাড়ানোর প্রস্তাব পাশ হয়েছে। খুব তাড়াতাড়ি যাত্রীরা সমস্ত ট্রেনে আরো বেশি সংখ্যক সাধারণ কোচ পাবেন। তবে এরফলে সাধারণ টিকিট কাটা  যাত্রীরা স্লিপার ও থার্ড এসি কোচে আর বসতে পারবেন না। তবে রেলমন্ত্রী স্টেশনের যাত্রীদের জন্য জল টয়লেট প্যাসেঞ্জার সেন্ট বিল কেয়ার সহ মৌলিক কিছু সুযোগ-সুবিধা সব বজায় রাখারও নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: ফুচকাতেও ক্যানসারের বিষ? বাঙালির ‘ইমোশন’ নিয়ে ভয়ানক তথ্য দিল খাদ্য সুরক্ষা দফতর

ভারতীয় রেলের এই সিদ্ধান্ত নিসঃন্দেহে স্বস্তি দেবে সাধারণ মানুষকে। এরফলে আগামী দিনে সাধারণ কোচে বছরে ১৮ কোটির বেশি অতিরিক্ত যাত্রী সফর করতে পারবেন। তাই এবার রেলওয়ে বোর্ড খুব তাড়াতাড়ি  অতিরিক্ত ২৫০০ সাধারণ শ্রেণীর কোচ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এরফলে বার্ষিক কোচ উৎপাদন বাড়তে চলেছে।  প্রসঙ্গত ২০১৪-১৫ অর্থবর্ষে ৫৫৫ এলএইচবি কোচ উৎপাদিত হয়েছিল, আর  ২০২৩-২৪ অর্থবর্ষে মোট ৭,১৫১ কোচ তৈরির লক্ষ্য ছিল। একইভাবে, চলতি অর্থবর্ষ অর্থাৎ ২০২৪-২৫-এ মত  ৮৬৯২টি  কোচ তৈরি করা হবে।

Train 2

ভারতীয় রেল সূত্রে খবর অমৃত ভারত ট্রেনের জন্য পুল-পুশ প্রযুক্তির  ৫০-টি এসি-নন-এসি কোচ তৈরি করা হবে। এছাড়াও বন্দে ভারত ট্রেনের জন্য মোট ১৬০০টি কোচ তৈরি করা হবে। একইভাবে, এক্সপ্রেস ট্রেনগুলিতেও  ১২৫০ টি মেইল ​​এবং ২৫০০ টি কোচ বসানো হবে। তবে জানা যাচ্ছে এই সমস্ত কোচের যাত্রী ধারণক্ষমতা হবে ১৫০ থেকে ২০০ জন। যার ফলে প্রতিদিন পাঁচ লাখ অতিরিক্ত সাধারণ যাত্রী যাতায়াত করতে পারবেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর