চাকরি খুঁজছেন? রেলের ৪১১৬ শূন্যপদে নিয়োগ, মাধ্যমিক পাশদের জন্য বড় সুযোগ হাতছাড়া করবেন না

Published on:

Published on:

Indian Railways secondary school passouts issues recruitment notification for 4116 vacancies
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য রয়েছে সুখবর। কারণ ভারতীয় রেলওয়ে (Indian Railways) নিয়ে এসেছে এক অনন্য চাকরির খোঁজ। নর্দান রেলওয়ের পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট ছেলে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সেই পদের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে এই প্রতিবেদনে নিয়োগ করবেন তার সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হল।

মাধ্যমিক পাশদের জন্য সুখবর! রেলে ৪১১৬ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি (Indian Railways)

নর্দার্ন রেলওয়ে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৪১১৬ শূন্য পদে নিয়োগ করা হবে। যেখানে বিভিন্ন ডিভিশন বা বিভাগের উপর ভিত্তি করে এই শূন্য পদে বন্টন করা হয়েছে। যার মধ্যে লখনৌ, দিল্লি, ফিরোজপুর, আম্বালা ও মোরাদাবাদ এই ৫ প্রধান বিভাগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আর নিচে একটি তালিকা করা হল যেখানে শূন্য বিভাগের সম্পূর্ণ বিবরণ দেওয়া রয়েছে (Indian Railways)।

 Indian Railways secondary school passouts issues recruitment notification for 4116 vacancies

আরও পড়ুন: রেস্তোরাঁর স্বাদ ঘরেই! চিকেন খিচুড়ি ট্রাই করুন নতুন উপায়ে, রেসিপি জানুন

তবে এই পথ গুলোতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা আবশ্যিক থাকতে হবে। কারণ তার থেকে অবশ্যই যে কোন বোর্ডের থেকে ন্যূনতম ৫০% নম্বর সহ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি আবেদনকারীর ভারত সরকার স্বীকৃত NCVT বা SCVT অনুমোদিত প্রতিষ্ঠান থেকে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।

এবার আবেদনকারীর বয়স সীমার ক্ষেত্র একটি নির্দিষ্ট সীমা বেধে দেওয়া হয়েছে। যেখানে আবেদনকারীর প্রার্থীর বয়স ১৫-২৪ বৎসর পর্যন্ত হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের জন্য বয়স সীমার ছাড় দেওয়া হবে। একই সঙ্গে এই পথে নিযুক্ত হওয়ার পর প্রার্থীদের ভারত সরকার নির্ধারিত অ্যাপ্রিন্টিসশিপ নিয়ম অনুযায়ী প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন প্রদান করা হবে।

এছাড়াও এই নিয়োগ প্রক্রিয়ায় কোন লিখিত পরীক্ষা হবে কিনা সেই বিষয়ে কোন কিছু জানানো হয়নি। তবে প্রার্থীদের নির্বাচন সম্পন্ন মেধার উপর ভিত্তি করেই করা হবে। এর জন্য মাধ্যমিক ওআইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বর এর গড়ের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হবে। সেই মেধা তালিকায় যাদের নাম থাকবে তারাই পরবর্তী পর্যায়ে ডকুমেন্ট ভেরিফিকেশনে জন্য ও মেডিকেল টেস্টের জন্য সিলেক্টেড হবে।এছাড়া আবেদন করার জন্য সাধারণ মানুষ ও ওবিসি প্রার্থীদের থেকে ১০০ টাকার আবেদন ফ্রি নেওয়া হচ্ছে। তাছাড়া অন্যান্য সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের জন্য কোন আবেদন ফি লাগছে না। পাশাপাশি এই আবেদন শুরু হচ্ছে ২৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

এবার দেখে নিন কিভাবে এই আবেদন পত্র ফিলাপ করবেন:

এই চাকরিতে ইচ্ছুক প্রার্থীরা চাইলেই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র ফিলআপ করতে পারবেন। আর কিভাবে করবেন তার ধাপগুলো নিচে বলা হল।

১)প্রথমে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইট www.rrcnr.org ভিজিট করুন।

২)সেখানে হোমপেজে থাকা “Act Apprentice Recruitment 2025” লিঙ্কে ক্লিক করুন।

৩)আপনি যদি নতুন ব্যবহারকারী হন, তবে প্রথমে নিজের নাম ও তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।

৪)রেজিস্ট্রেশনের পর লগইন করে আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।

৫)প্রয়োজনীয় নথিপত্র, ছবি ও স্বাক্ষর স্ক্যান করে নির্দেশিত ফরম্যাটে আপলোড করুন।

৬)এরপর ক্যাটাগরি অনুযায়ী প্রযোজ্য আবেদন ফি অনলাইনের মাধ্যমে জমা দিন।

৭)সবশেষে আবেদনপত্রটি সাবমিট করুন এবং ভবিষ্যতের জন্য একটি প্রিন্ট আউট করুন (Indian Railways)।