কনফার্ম খবর! রেলে ফের ৫০% ছাড় প্রবীণদের! কোন ট্রেনে কবে থেকে মিলবে সুবিধা?

বাংলাহান্ট ডেস্ক : দেশের প্রবীণ নাগরিকদের জন্য ভারতীয় রেলের (Indian Railways) বড় উপহার। ১৫ ফেব্রুয়ারি থেকে ৫৮ বছর বা তার বেশি বয়সের মহিলা যাত্রীরা ট্রেনের (Train) টিকিটের (Ticket) উপর পাচ্ছেন ৫০ শতাংশ ছাড়। ৬০ বছর বা তার উপরের পুরুষ যাত্রীদের টিকিটের উপর থাকছে ৪০ শতাংশ ছাড়। 

ভারতীয় রেলের (Indian Railways) বড় পদক্ষেপ

প্রবীণ নাগরিকদের (Senior Citizen) মধ্যে রেল পরিষেবা আরো সহজলভ্য করতে ভারতীয় রেলওয়ে (Indian Railways) এমন সিদ্ধান্ত নিয়েছে। রেলের এই ছাড় প্রযোজ্য হবে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই। তবে ট্রেনের টিকিটের উপর ছাড় প্রযোজ্য হবে না তৎকালের ক্ষেত্রে। যারা অনলাইনে টিকিট বুক করতে চাইছেন তাদের আইআরসিটিসি অ্যাপে লগইন করে বেছে নিতে হবে ‘সিনিয়র সিটিজেন কনসেশন’ বিকল্পটি।

আরোও পড়ুন : ‘এখনো বিছানায় সক্ষম’ বলে বুক বাজিয়েছিলেন, ৭৫-এ এসে ফের প্রেমে পড়লেন কবীর সুমন!

টিকিটের দামের উপর ছাড় পাওয়ার জন্য আপলোড করতে হবে বয়সের প্রমাণপত্র। সবশেষে টিকিটের দাম অনলাইনে মিটিয়ে দিলেই বুক হয়ে যাবে ট্রেনের (Train) টিকিট। অনলাইনের পাশাপাশি আধার কার্ড বা ভোটার আইডির মতো বৈধ নথিপত্র-সহ স্টেশনের কাউন্টারে গিয়েও বুক করা যাবে অফলাইন টিকিট।

আরোও পড়ুন : আজকের রাশিফল ১৬ ফেব্রুয়ারি, সফলতার শিখরে পৌঁছবে এই চার রাশি

প্রবীণ নাগরিকরা মেল, এক্সপ্রেস, রাজধানী, শতাব্দী এবং দুরন্ত এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে পাবেন এই ছাড়ের সুবিধা। রেল (Indian Railways) সূত্রে খবর, অদূর ভবিষ্যতে বন্দে ভারত এবং তেজসের মতো প্রিমিয়াম ট্রেনের টিকিটের ক্ষেত্রেও প্রবীণ নাগরিকদের ছাড় দেওয়ার কথা চিন্তাভাবনা করছে রেল কর্তৃপক্ষ। এমনকি আগামী দিনে সুলভ মূল্যে অতিরিক্ত ভ্রমণ বিমাও শুরু করতে পারে রেল।

Indian Railways senior citizen ticket update

ভারতীয় রেল প্রবীণ নাগরিকদের জন্য ইতিমধ্যেই গ্রহণ করেছে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ। ট্রেনের সাধারণ কামরায় অগ্রাধিকারের ভিত্তিতে আসন সংরক্ষণ করা থাকে প্রবীণ যাত্রীদের জন্য। পাশাপাশি বড় বড় স্টেশনগুলিতে প্রবীণ যাত্রীদের জন্য রয়েছে হুইল চেয়ারের ব্যবস্থাও। এমনকি স্লিপার এবং এসি কামরায় লোয়ার বার্থেরও ব্যবস্থা করা হয়ে থাকে প্রবীণ যাত্রীদের জন্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর