বাংলাহান্ট ডেস্ক: বিভিন্ন কারণে আজ দেশ জুড়ে একাধিক ট্রেন বাতিল করে দিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। মোট ২৬১টি ট্রেন বাতিল হয়েছে আজ। এর মধ্যে ২২৯টি ট্রেন সম্পূর্ণ ভাবে বাতিল করা হয়েছে। এছাড়াও ৩২টি ট্রেন আংশিক ভাবে বাতিল করেছে রেল। ১১টি ট্রেনের সময়সূচী এবং ১৮টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।
বাতিল করা ট্রেনগুলির মধ্যে রয়েছে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গের একাধিক লোকাল, প্যাসেঞ্জা এবং স্পেশাল ট্রেন। শীতকালে লাইনে ঘন কুয়াশার কারণে ট্রেনের দেরি করে চলার ঘটনা ঘটে প্রতি বছরই। আজ কুয়াশা এবং লাইন মেরামতের কাজের কারণে এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। বাংলায় আজ কোন কোন ট্রেন বাতিল হয়েছে, দেখে নিন তালিকা।
০২৫৪৭, ০২৫৪৮, ০২৫৪৯ এবং ০২৫৫০ দার্জিলিং-ঘুম-দার্জিলিং জয়রাইড স্পেশাল দার্জিলিং থেকে দার্জিলিং টয়ট্রেন আজ বাতিল করা হয়েছে। ০৩০৮৫ এবং ০৩০৮৬ আজিমগঞ্জ জংশন থেকে নলহাটি জংশন যাওয়ার মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন বাতিল। ০৩৫৯২ আসানসোল জংশন থেকে বোকারো স্টিল সিটি যাওয়ার মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন বাতিল হয়েছে। ১২৩১৮ অমৃতসর জংশন থেকে কলকাতা টার্মিনালের সাপ্তাহিক এক্সপ্রেস আজ বাতিল আছে।
১২৩৭০ দেরাদুন থেকে হাওড়া কুম্ভ এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ২২১৯৮ বীরাঙ্গলা লক্ষ্মীবাই থেকে কলকাতা টার্মিনাল এক্সপ্রেস বাতিল। ৩১৪১১, ৩১৪১৪, ৩১৪২৩ এবং ৩১৪৩২ শিয়ালদহ-নৈহাটি লোকাল আজ বাতিল করেছে রেল। ৩১৭১১ ও ৩১৭১২ নৈহাটি-রানাঘাট লোকাল বাতিল করা হয়েছে। ৩৬০১১ এবং ৩৬০১২ হাওড়া-বারুইপারা লোকাল বাতিল। ৩৬০৩১, ৩৬০৩২, ৩৬০৩৩, ৩৬০৩৪, ৩৬০৩৫, ৩৬০৩৬, ৩৬০৩৭ এবং ৩৬০৩৮ হাওড়া-চন্দনপুর লোকাল বাতিল।
৩২৪১১, ৩২৪১২, ৩২৪১৩ এবং ৩২৪১৪ হাওড়া-বারুইপাড়া লোকাল আজ বাতিল। ৩৬০৭১ এবং ৩৬০৭২ হাওড়া-গুড়াপ লোকাল বাতিল। ৩৬০৮৫ এবং ৩৬০৮৬ হাওড়া মশাগ্রাম লোকাল বাতিল করা হয়েছে। ৩৬৮২৭ এবং ৩৬৮৪০ আজ বাতিল।
৩৭৩০৫ এবং ৩৭৩০৬ হাওড়া-সিঙ্গুর আন্দোলন লোকাল বাতিল। ৩৭৩০৭ এবং ৩৭৩০৮ হাওড়া-হরিপাল লোকালও আজ বাতিল হয়েছে। ৩৭৩১৯, ৩৭৩২৭, ৩৭৩৩০, ৩৭৩৩৮, ৩৭৩৪৩ এবং ৩৭৩৪৮ হাওড়া-তারকেশ্বর লোকাল বাতিল রয়েছে। ৩৭৪১১, ৩৭৪১২, ৩৭৪১৫ এবং ৩৭৪১৬ শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল আজ বাতিল করা হয়েছে।