বাংলা হান্ট ডেস্ক: এক স্থান থেকে অন্যস্থানে যাওয়ার সহজ ও সাশ্রয়ী মাধ্যম হল ট্রেন (Indian Railways)। এছাড়াও ট্রেনে করে বহু মানুষ কাজের জন্য এবং ঘুরতে যাওয়ার জন্য বেছে নেন। তবে আপনারও যদি নতুন বছর পড়ার পর কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে , তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। কারণ, ১ জানুয়ারি থেকে শালিমার ও সাঁতরাগাছি স্টেশন থেকে বেশ কিছু রুটের অতিরিক্ত ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছুটির মরশুমে বাড়তি ট্রেন চালুর ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের (Indian Railways)
হাতেগোনা আর কয়েকটা দিন। এরপরই আসতে চলেছে ইংরেজির নববর্ষ ২০২৬। এই শীতের মরশুমে বহু মানুষই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। আর এই ঘুরতে যাওয়ার কথা মাথায় রেখে দক্ষিণ পূর্ব রেলওয়ে তরফ থেকে অতিরিক্ত ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যায় ১ জানুয়ারি থেকে শালিমার ও সাঁতরাগাছি স্টেশন থেকে বেশকিছু রুপে অতিরিক্ত বিশেষ ট্রেন চালাবে রেল (Indian Railways)।

আরও পড়ুন: রান্নায় নুন বেশি হয়ে গিয়েছে? ঘরোয়া উপায়ে মুহূর্তে ঠিক করার কৌশল জানুন
এই বিষয়ে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, “বিশেষ এই ট্রেন চলাচল যাত্রীদের সফরকে আরও সুষ্ঠু ও ঝামেলামুক্ত করবে ৷ উৎসব ও ছুটির মরশুমে যাত্রীদের চাপ কমাতে এই পদক্ষেপ করা হয়েছে ৷” আর এই বিশেষ এই ট্রেন পরিষেবা শুরু হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৷
জেনে নিন কোন ট্রেনগুলো শালিমার স্টেশন থেকে ছাড়বে:
শালিমার–ভঞ্জপুর বিশেষ ট্রেন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ৷ ফিরতি রুটে ভঞ্জপুর–শালিমার বিশেষ ট্রেন ৩ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত চলবে।
ভঞ্জপুর–পুরী বিশেষ ট্রেন ১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি এবং পুরী–ভঞ্জপুর বিশেষ ট্রেন ২ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত চালানো হবে।
শালিমার–পুরী ও পুরী–শালিমার বিশেষ ট্রেন যথাক্রমে ৪ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি। এছাড়া ৫ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
শালিমার–এমজিআর চেন্নাই সেন্ট্রাল বিশেষ ট্রেন ৫ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি এবং এমজিআর-শালিমার চেন্নাই সেন্ট্রাল বিশেষ ট্রেন ৭ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত চালাবে দক্ষিণ-পূর্ব রেল।
সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়া ট্রেনের তালিকা দেখে নিন:
সাঁতরাগাছি–দীঘা ও দীঘা–সাঁতরাগাছি বিশেষ ট্রেন ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
সাঁতরাগাছি–ইয়েলাহাঙ্কা বিশেষ ট্রেন ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি এবং ইয়েলাহাঙ্কা–সাঁতরাগাছি ৩ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে।
দক্ষিণ ভারত ও উত্তর-পশ্চিম ভারতের রুটেও বিশেষ ট্রেন চালানো হবে ৷ সাঁতরাগাছি–আজমেঢ় বিশেষ ট্রেন ৫ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
আজমের–সাঁতরাগাছি ট্রেন ৪ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চালাবে রেল (Indian Railways)।












