বাংলাহান্ট ডেস্ক : বিনা টিকিটে রেলযাত্রীদের (Indian Railways) ধরতে এবার বড়সড় অভিযান চালানো হল হাওড়া স্টেশনে। ম্যাজিস্ট্রেট কর্তৃক টিকিট চেকিং অভিযান পরিচালিত করা হয় এই স্টেশনে। পূর্ব রেলের হাওড়া ডিভিশন হাওড়া স্টেশনে একটি টিকিট চেকিং অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট। টিকিটের বিষয়ে শৃঙ্খলা জোরদার করতে এবং রেলের নিয়ম কানুন যাতে যাত্রীরা মেনে চলেন তা নিশ্চিত করতেই এই অভিযান।
হাওড়া স্টেশনে বিশেষ অভিযান রেলের (Indian Railways)
রেলওয়ে ম্যাজিস্ট্রেট ছিলেন এই অভিযানের নেতৃত্বে। এক বিশেষ এনফোর্সমেন্ট দলও তাঁকে সহায়তা করেন এক্ষেত্রে। ওই টিমে ছিলেন ৫২ জন টিকিট পরীক্ষক, ৭ জন আরপিএফ কর্মী, ১ জন জিআরপি কর্মী। এই অভিযান চলাকালীন একাধিক টিকিট বিহীন যাত্রী ধরা পড়ে।

কতজন ধরা পড়ে: এই অভিযানে মোট ৫৭২ টি টিকিট সংক্রান্ত অনিয়মের ঘটনা ধরা পড়ে। এর মধ্যে ৩৯৯ টি টিকিট বিহীন সফর, ১৬৩ টি টিকিট ছাড়া মালপত্র বহনের ঘটনা, ১০ টি স্টেশন চত্বরে আবর্জনা ফেলার ঘটনা ধরা পড়েছে। রেলের (Indian Railways) নিয়মানুযায়ী সব অপরাধীকে জরিমানা ধার্য করা হয়েছে।
আরও পড়ুন : যুক্ত ছিলেন কলকাতা পুলিশে, ইন্ডিয়ান আইডল বিজয়ী প্রশান্ত তামাং-এর মৃত্যুতে শোকপ্রকাশ মমতার
কেন এই অভিযান: রেল সূত্রে খবর, এই অভিযান যাত্রীদের রাজস্ব ফাঁকি দেওয়া রোধ করা থেকে দায়িত্বশীল রেল সফরকে উৎসাহিত করার পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল স্টেশন পরিবেশ বজায় রাখাকে উৎসাহ করে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের তরফে সমস্ত যাত্রীদের অনুরোধ করা হয়েছে, সঠিক এবং বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করার জন্য।
আরও পড়ুন : I-PAC তল্লাশিতে নতুন মোড়, প্রতীক জৈনের বাড়ির সিকিউরিটি রেজিস্টার বাজেয়াপ্ত করল পুলিশ
হাওড়া ডিভিশনের কাছে অনেকদিন ধরেই এমন অভিযোগ আসছিল বলে খবর। তাই টিকিট পরীক্ষকরা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে বিশেষ অভিযান চালাচ্ছেন।












