দুর্ঘটনা রুখতে বড় উদ্যোগ রেলের! যাত্রী সুরক্ষায় এবার পরীক্ষা নেবে রোবট

Published on:

Published on:

Indian Railways special tests are being conducted on 34 bridges using underwater drones
Follow

বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের সহজ মাধ্যম হল ট্রেন। তাছাড়া যাত্রীদের কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ একাধিক পদক্ষেপ বারংবার গ্রহণ করছে। আর আরও একবার যাত্রা সুরক্ষার কথা মাথায় রেখে বড় পদক্ষেপ নিল রেল (Indian Railways)। উত্তর-পূর্ব সীমান্তের রেলওয়ের মোট ৩৪ টি রেল ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এক বিশেষ ধরনের আন্ডারওয়াটার রোবট ড্রোন ব্যবহার করা হল।

যাত্রীসুরক্ষায় রেলের পদক্ষেপ,৩৪ সেতুতে বিশেষ পরীক্ষা আন্ডারওয়াটার ড্রোন (Indian Railways)

সারা বিশ্বের বিভিন্ন নদীর উপর দিয়ে ট্রেন চলাচলের এমন অসংখ্য সেতু দেখা যায় (Indian Railways)। নতুন কিছু সেতু ও তৈরি করা হয়েছে। তার মধ্যে আবার কিছু সেতু রয়েছে বেশ পুরনো। এবার সেই সেতুগুলোর হাল খতিয়ে দেখতে রেলের তরফ থেকে নেওয়া হল এক নতুন পদক্ষেপ। এবার উত্তর পূর্ব সীমান্তে রেলের মোট ৩৪ টি রেল সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে অত্যাধুনিক প্রযুক্তির এক বিশেষ ধরনের আন্ডারওয়ারটা রোবট ড্রোন ব্যবহার করা হল।

Indian Railways special tests are being conducted on 34 bridges using underwater drones

আরও পড়ুন: দার্জিলিং বা সান্দাকফুও নয়! প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া রিম্বিক, ভ্রমণপিপাসুদের নতুন ঠিকানা

সূত্রের খবর, এই রিমোট অপারেটর রোবট মেডিকেল প্রযুক্তি ইতিমধ্যে উত্তর-পূর্ব সীমান্তের রেলওয়েতে ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত বিখ্যাত সরাইঘাট ব্রিজের মতন গুরুত্বপূর্ণ সেতু ও আলিপুরদুয়ার ডিভিশনে অধীন ১৮ এই গুরুত্বপূর্ণ সেতুর পরিকাঠামো পরিদর্শন করেছে এই হাই টেক আন্ডার ওয়াটার রোবট।

যদিও এই সেতুগুলি নিয়মিত পরীক্ষা করেন রেলের ইঞ্জিনিয়ার। তবে যে নদীগুলিতে জল কম থাকে সেগুলো সেই সময় পর্যবেক্ষণ করা সম্ভব হয়। তবে বেশকিছু নদীগুলোতে সারা বছর গভীর জল থাকে। তাই ওই নদীগুলোতে থাকা সেতো গুলি জলের তলার অংশ নজরদারি চালানো সম্ভব হয় না। যদিও যাত্রী সুরক্ষার জন্য ওই সেতুগুলির অংশগুলিতে নজরদারি চালানো জরুরি। আর সে নজরদারি চালানোর জন্যই এই রোবটের ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফ থেকে।

তারা আরও জানিয়েছেন, এই আন্ডারওয়াটার রোবট ড্রোনের সাহায্যে প্রতিটি সেতুর পর্যবেক্ষণ করা হয়৷ পাশাপাশি থার্মার ইমেজিং, গ্ৰাউন্ড পেনিট্রেটিং রাডার ও আল্ট্রাসনিক পালস ভেলোসিটি-র সমস্ত তথ্য উঠে আসে। তবে এখনো কোথাও কোনও ত্রুটি ধরা পড়েনি। যদিও এখন ত্রুটি ধরা না-পড়লেও ভবিষ্যতে তা দেখা যেতে পারে (Indian Railways)।