গঙ্গাসাগর যেতে আর চিন্তা নয়! মেলা উপলক্ষে রেলের বাড়তি ট্রেন পরিষেবা, রইল টাইমটেবিল

Published on:

Published on:

Indian Railways special trains for the gangasagar mela know the time table
Follow

বাংলা হান্ট ডেস্ক: হাতে গুনে আর কয়েকটা দিন। এরপরই শুরু হবে গঙ্গাসাগর মেলা। এইমেলাখে কেন্দ্র করে নানান জায়গা থেকে আসবে সাধু, সন্ন্যাসী ও পুণ্যার্থীরা। তাই এবার গঙ্গাসাগর মেলা উপলক্ষে রাতেও চলবে ট্রেন (Indian Railways)। এমনই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। যার ফলে বাড়তি সুবিধা পাবেপুণ্যার্থীরা। যেখানে অন্যান্য বছর রাত ১২ টা থেকে ৪ টে পর্যন্ত ট্রেন চলতো না, সেখানে এবার অতিরিক্ত ট্রেন পরিষেবা পাওয়া যাবে। এরফলে পুণ্যার্থীদের যাতায়াত সুবিধা হবে বলে মনে করা হচ্ছে রেলের তরফ থেকে। এবার দেখে নিন এই অতিরিক্ত ট্রেনের সময়সূচি গুলো।

গঙ্গাসাগর মেলা উপলক্ষে স্পেশাল ট্রেন, পুণ্যার্থীদের সুবিধায় রেলের উদ্যোগ (Indian Railways)

দোরগোড়ায় গঙ্গাসাগর মেলা। আর এইমেলা উপলক্ষে প্রতি বছর সারা দেশে জুড়ে আসে অসংখ্য পুন্যার্থী। এবার সেই পুণ্যার্থীদের প্রবল ভিড়ের চাপ সামলানোর জন্য পূর্ব রেলের তরফ থেকে প্রতিবছরই নামা হয় নানা ধরনের পদক্ষেপ। তবে এই বছর সেই ভিড়ের চাপ সামলাতে ট্রেন নিয়ে বড়সড়ো ঘোষণা করল শিয়ালদহ ডিভিশন। জানা যায় গত বছরের তুলনায় এ বছর স্পেশাল ট্রেনের (Indian Railways) সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি নজরদারির দিকেও কড়া নিরাপত্তার কথা জানিয়েছে রেল। এছাড়া ভিড় সামাল দিতে নির্দিষ্ট প্লাটফর্মের পাশাপাশি, রাতভর অতিরিক্ত ট্রেন বাড়ানো হয়েছে। এবার জেনে নিন এই অতিরিক্ত ট্রেনের সময়সূচী গুলি।

Indian Railways special trains for the gangasagar mela know the time table

আরও পড়ুন: শিলিগুড়িতে ৫৪ বিঘা জমিতে গড়ে উঠবে মহাকাল মন্দির, শিলান্যাসের দিনক্ষণ সামনে

১০-১৬ জানুয়ারি পর্যন্ত একগুচ্ছ স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে। যেখানে ১৮ টি অতিরিক্ত ট্রেন চলবে এ বছর। নামখানাও কাকদ্বীপ থেকে শিয়ালদহ ও কলকাতা স্টেশনের দিকে ৫৬ টি ও উল্টো দিকে ৭০ টি স্পেশাল ট্রেন চালানো হবে।

কখন ও কোন স্টেশন থেকে ছাড়বে এই স্পেশাল ট্রেনগুলি:

শিয়ালদহ থেকে নামখানার দিকে স্পেশাল ট্রেন

রাত ১২:০১, ০১:২৩, ০২:৫৫

ভোর ০৬:১৫

দুপুর ০২:৪০

কলকাতা স্টেশন নামখানার দিকে স্পেশাল ট্রেন

সকাল ০৭:৩৫, ০৮:২৪ এবং রাত ০৯:৩০

নামখানা থেকে শিয়ালদহের দিকে স্পেশাল ট্রেন

রাত ১২:০৭, ০১:০৬, ০১:২৫, ০২:৫২

সকাল ০৯:১০, ১১:১৮ এবং সন্ধ্যা ০৬:৩৫

রাত ১০টা ১০-এর নামখানা থেকে ছাড়বে ট্রেন

কাকদ্বীপ থেকে শিয়ালদহের স্পেশাল ট্রেন: দুপুর ২:১৬

এ ছাড়াও, দিনভর আরও একাধিক ট্রেন চলবে এই রুটে

অন্যান্য সেকশনেও অতিরিক্ত ট্রেন:

রানাঘাট-গেদে সেকশনের যাত্রীদের জন্যও সুখবর দিয়েছে রেল। এই রুটে অতিরিক্ত ৩ জোড়া নতুন ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

স্পেশাল ট্রেনের স্টপেজ ও রুট:

ভিড় সামাল দিতে স্পেশাল ট্রেনগুলি গ্যালোপিং করে চালানো হবে। অর্থাৎ সেগুলি সব স্টেশনে দাঁড়াবে না। এছাড়াও, এই স্পেশাল ট্রেন গুলো মূলত বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর,নিশ্চিন্দপুর, কাকদ্বীপ এবং নামখানা স্টেশনে থামবে। পাশাপাশি কলকাতা স্টেশন থেকে ছাড়া স্পেশাল ট্রেনগুলি কলকাতা এবং মাঝেরহাট স্টেশনের মধ্যবর্তী সমস্ত স্টেশনে থামবে (Indian Railways)।