শর্টকাটের নেশায় বাড়ছে অঘটন, নিরাপত্তা বাড়াতে ঝুঁকিপূর্ণ স্থানে ফেন্সিং দেওয়ার কাজ শুরু শিয়ালদহ

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : যাত্রী পারাপারের জন্য রয়েছে ওভারব্রিজ, সাবওয়ে। তবুও কিছু যাত্রী ঝুঁকি নিয়েই লাইন পারাপার করে থাকেন। আর এই শর্টকাট করতে গিয়েই লাফিয়ে বাড়ছে দুর্ঘটনা। বেআইনি ভাবে লাইন পারাপার থেকে যাত্রীদের রুখতে এবার বড় উদ্যোগ নিল রেল (Indian Railways)। রেললাইনে বেআইনি পারাপার এবং দুর্ঘটনা আটকাতে শক্তিশালী ফেন্সিং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিয়ালদহ ডিভিশনে।

শিয়ালদহ ডিভিশনে ফেন্সিং দেওয়ার কাজ শুরু রেলের (Indian Railways)

দেখা যাচ্ছে, শর্টকাট করতে গিয়ে অনেক সময়ই বেআইনি ভাবে লাইন পারাপার করতে যাচ্ছেন যাত্রীরা। আর তার জেরেই ঘটছে অঘটন। যাত্রীদের এই ঝুঁকি নেওয়ার প্রবণতা বন্দ করতেই কৌশলগত ভাবে শক্তিশালী ফেন্সিং স্থাপনের উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। এই উদ্দেশ্যে বিভাগভিত্তিক বিশেষ নিরাপত্তা অভিযান শুরু হয়েছে শিয়ালদহ ডিভিশনে।

Indian railways started giving fence in sealdah division

কোথায় দেওয়া হচ্ছে বেড়া: রেল (Indian Railways) সূত্রে খবর, বর্তমানে শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্মের প্রান্তভাগ, গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ফেন্সিং দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এর ফলে শারীরিক ভাবে কেউ লাইনে প্রবেশ করতে পারবে না। যাদবপুর স্টেশনে শুরু হয়েছে এই প্রক্রিয়ার প্রথম ধাপ। ডিভিশনের (Indian Railways) অন্যান্য নির্বাচিত স্টেশনগুলিতেও দ্রুত কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : অনস্ক্রিন নায়কের সঙ্গে প্রেমচর্চা তুঙ্গে, মাস ঘুরতেই নতুন সিরিয়ালে জলসার নায়িকা!

কমবে দুর্ঘটনার আশঙ্কা: ফেন্সিং দেওয়ার কাজ সম্পূর্ণ হলে ফুটওভার ব্রিজ, সাবওয়ে দিয়েই যাতায়াত করতে বাধ্য হবেন যাত্রীরা। এর ফলে বাড়বে নিরাপত্তা, দুর্ঘটনার আশঙ্কা অনেকাংশেই কমে যাবে। যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি ট্রেন (Indian Railways) চলাচলেও দূর হবে বাধা।

আরও পড়ুন : SIR প্রতিবাদ মিছিলের পরেই হঠাৎ ছন্দপতন, থাকছেন না KIFF-এ, হঠাৎ কী হল সৌমিতৃষার?

এ বিষয়ে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী রাজীব সাক্সেনা বলেন, নিরাপত্তা শুধুমাত্র অগ্রাধিকার নয়, এটি সর্বোচ্চ অঙ্গীকার। এই বেড়া স্থাপন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা অসাবধানতার কারণে ঘটে যাওয়া দুর্ঘটনা প্রতিরোধ করবে। পাশাপাশি যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, কয়েক মিনিট বাঁচাতে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলবেন না।