নিশ্চিন্তে ঘুরুন কৃষ্ণনগর-চন্দননগর, জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন ঘোষণা রেলের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : জগদ্ধাত্রী পুজোর আনন্দে মাতোয়ারা কৃষ্ণনগর, চন্দননগর। বূড়িমা, রাণীমাদের মতো সুউচ্চ জগদ্ধাত্রী প্রতিমা, আলোকসজ্জা দেখতে দু জায়গাটি উপচে পড়া ভিড়। কলকাতা থেকেও কৃষ্ণনগর, চন্দননগরে যান বহু মানুষ। তাই উৎসবের মরশুমে বিশেষ ট্রেন চালানোর রীতি বজায় রাখল ভারতীয় রেল (Indian Railways)। অতিরিক্ত ভিড় যাতে না হয়, যাত্রীদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)।

জগদ্ধাত্রী পুজোয় অতিরিক্ত ট্রেন রেলের (Indian Railways)

জানা যাচ্ছে, ৩০ অক্টোবর এবং ৩১ অক্টোবর রাতে একজোড়া স্পেশ্যাল ট্রেন চলবে কৃষ্ণনগর এবং রাণাঘাটের মধ্যে। যেমনটা জানা যাচ্ছে, এই দুদিন একটি স্পেশ্যাল ট্রেন (Indian Railways) রওনা হবে রাত ১১ টা ৪৫ এ। ওই দুদিন কৃষ্ণনগর থেকে একটি স্পেশ্যাল ট্রেন ছাড়বে রাত সাড়ে ১২ টায়। শুধু তাই নয়, পূর্ব রেলের তরফেও বিশেষ অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

Indian railways started special local train for jagaddhatri puja

কবে কবে চলবে ট্রেন: অষ্টমী এবং নবমী এই দুদিনই সবথেকে বেশি ভিড় লক্ষ্য করা যায় কৃষ্ণনগর এবং চন্দননগরে। এমতাবস্থায় ট্রেনে যাত্রীদের অতিরিক্ত ভিড়ের চাপ কমাতে বড় ঘোষণা করল পূর্ব রেল (Indian Railways)। বর্ধমান বা কাটোয়া রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। গত ২৮ অক্টোবর থেকে শুরু হয়েছে স্পেশ্যাল ট্রেন পরিষেবা আর চলবে ২ নভেম্বর পর্যন্ত। এই সময়টায় একগুচ্ছ বিশেষ ইএমইউ ট্রেন (Indian Railways) এই রুটে চালানো হবে বলে খবর।

আরও পড়ুন : ‘বিশ্বের সর্ববৃহৎ জগদ্ধাত্রী’ প্রতিমা গড়েই বিপত্তি, সপ্তমীতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মণ্ডপ! আহত দর্শনার্থীরা

টাইম টেবিল প্রকাশ্যে: পূর্ব রেলের (Indian Railways) হাওড়া বিভাগের তরফে জানানো হয়েছে, হাওড়া-ব্যান্ডেল রুটে ৫ জোড়া এবং হাওড়া-বর্ধমান রুটে ১ জোড়া বিশেষ ইএমইউ ট্রেন চালানো হবে। ওই রুটেটে বিশেষ ট্রেনের সময়সূচী প্রকাশ করা হয়েছে। বিকেল ৫ টা ২০, সন্ধ্যা ৭ টা ৫৫, রাত ১১ টা ৩০, রাত ১২ টা ৩০ এ ছাড়বে ট্রেন। 

আরও পড়ুন : সূর্য নমস্কারের নামে হিন্দু ছাত্রদের নমাজ পড়া শেখানো! অভিযোগের পরেই বরখাস্ত সরকারি স্কুল শিক্ষক

ডাউন ব্যান্ডেল-হাওড়া স্পেশ্যাল ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬ টি ৩৫, রাত ৯ টা ২০, ৯ টা ৫৫, রাত ১ টা এবং রাত ২ কোয়। হাওড়া-বর্ধমান ইএমইউ ট্রেন ছাড়বে রাত ১ টা ১৫ তে এবং বর্ধমান-হাওড়া ট্রেন ছাড়বে রাত সাড়ে দশটায়। ২ নভেম্বর অতিরিক্ত একটি হাওড়া–ব্যান্ডেল–হাওড়া ট্রেন হাওড়া থেকে ছাড়বে রাত ২টো ৩৫ মিনিটে। ব্যান্ডেল থেকে ফিরবে সকাল ৪ টেয়।