সুখবর! NJP থেকে স্পেশাল টুরিস্ট ট্রেনের সফর শুরু রেলের, রইল রুট-স্টপেজ-ভাড়া সহ বিস্তারিত তথ্য

   

বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের সুবিধার্থে প্রায়শই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে রেল (Indian Railways)। সেই রেশ বজায় রেখেই এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, উত্তর-পূর্ব সীমান্ত রেল (Northeast Frontier Railway, NFR) গত শুক্রবার অর্থাৎ ১০ মে ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেনের ঘোষণা করেছে।

এমতাবস্থায়, এই স্পেশাল ট্রেন আগামী ১৮ মে নিউ জলপাইগুড়ি (NJP) রেলস্টেশন থেকে যাত্রা শুরু করবে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে আধিকারিকরা জানিয়েছেন যে, ভারত গৌরব হল একটি উদ্বোধনী টুরিস্ট স্পেশাল ট্রেন। যেটি কেন্দ্রের “এক ভারত, শ্রেষ্ঠ ভারত” এবং “দেখো আপনা দেশ”-এর মতো উদ্যোগকেও প্রচার করবে।

Indian Railways started special tourist train tour from NJP.

ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেনের রুট: জানিয়ে রাখি যে, এই বিশেষ পরিষেবাটি মোট ৮ রাত এবং ৯ দিনের। এই সফরে বৈষ্ণো দেবী, হরিদ্বার, ঋষিকেশ, মথুরা, বৃন্দাবন এবং অযোধ্যার মতো গুরুত্বপূর্ণ গন্তব্যগুলি অন্তর্ভুক্ত থাকবে।

আরও পড়ুন: পিছিয়ে পড়ল আমেরিকা! বিতর্কের মাঝেই ভারত-চিনের মধ্যে জোরদার বাণিজ্য, প্রকাশ্যে পরিসংখ্যান

এই স্পেশাল ট্রেনটিতে AC-3 টায়ার এবং ইকোনমি/স্লিপার ক্লাস কোচ থাকবে। পাশাপাশি এই ট্রেনে রুটের কথা বলতে হলে ট্রেনটি মালদা টাউন, রামপুরহাট, দুমকা, ভাগলপুর, জামালপুর এবং কিউল হয়ে আগামী ১৯ মে পাটনা জংশনে পৌঁছবে। পাশাপাশি, ২০ এবং ২১ মে ট্রেনটি বৈষ্ণোদেবী কাটরা স্টেশনে দাঁড়াবে। এদিকে, ২২, ২৩ মে হরিদ্বার স্টেশনে, মথুরায় ২৪ মে ও অযোধ্যায় ২৫ মে দাঁড়াবে। ফিরতি পথে যাত্রা শুরু হবে অযোধ্যা থেকে। এমতাবস্থায়, ২৬ মে পাটনা জংশনে ট্রেনটি পৌঁছবে। যেখান থেকে পর্যটকরা তাদের নিজ নিজ গন্তব্যে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত নামতে পারবেন।

আরও পড়ুন: ইডেনের ম্যাচে আজ “ভিলেন” হবে বৃষ্টি? খেলা ভেস্তে গেলে কতটা ক্ষতি KKR-এর? জানুন বিস্তারিত

ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেনের ভাড়া: এবারে আসি এই সফরের ভাড়ার প্রসঙ্গে। এসি ক্লাসের জন্য প্যাকেজের ভাড়া হল ২৯,৫০০ টাকা এবং ইকোনমি/স্লিপার ক্লাসের জন্য জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৭,৯০০ টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর