বাংলাহান্ট ডেস্ক:- কেন্দ্রীয় সরকারের সবুজ সঙ্কেত মেলার পর এবার স্পষ্ট হয়ে গেল দেশের পরিকাঠামো উন্নয়নে এক নতুন দিগন্ত খুলতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে মোট চারটি নতুন রেল প্রকল্প শুরু হতে চলেছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৩২৮ কোটি টাকা। এই প্রকল্পগুলির মাধ্যমে শুধু রেল পরিষেবা সম্প্রসারণই নয়, মাল পরিবহন ও যাত্রী চলাচলেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
রেলের ৪ প্রকল্পে অনুমোদন (Indian Railways)
প্রথম প্রকল্পটি গুজরাটের কচ্ছ অঞ্চলে। এখানে একটি নতুন রেল লাইন তৈরি করা হবে যার ফলে ভারতীয় রেলের নেটওয়ার্কের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে ১৪৫ কিলোমিটার এবং রেল ট্র্যাকের বিস্তার হবে আরও ১৬৪ কিলোমিটার। আগামী তিন বছরের মধ্যে এই প্রকল্প সম্পূর্ণ করার লক্ষ্য স্থির করা হয়েছে। প্রাথমিকভাবে এই কাজের জন্য বাজেট ধার্য করা হয়েছে ২ হাজার ৫২৬ কোটি টাকা। রেল মন্ত্রকের মতে, এই রেল লাইন তৈরি হলে কচ্ছ অঞ্চলে নুন, সিমেন্ট, কয়লা ও বেন্টোনাইট পরিবহন অনেক সহজ হয়ে যাবে। এর ফলে শিল্পোন্নয়ন ও স্থানীয় অর্থনীতিতে সরাসরি প্রভাব পড়বে।
আরও পড়ুন:- আমেরিকায় কড়া নিয়ম আনল ট্রাম্প প্রশাসন! চিন্তা বাড়ল লক্ষ লক্ষ ভারতীয় পড়ুয়ার
দ্বিতীয় প্রকল্পটি সেকেন্দ্রাবাদ থেকে ওয়াদি পর্যন্ত ১৭৩ কিলোমিটার দীর্ঘ নতুন রেল লাইন তৈরির। এই প্রকল্প শেষ করতে পাঁচ বছরের সময়সীমা ধরা হয়েছে। রেল মন্ত্রক জানিয়েছে, এর জন্য পাঁচ হাজার কোটিরও বেশি অর্থ অনুমোদন করা হয়েছে। দক্ষিণ ভারতের কর্নাটক ও তেলঙ্গনা অঞ্চলের শিল্প এলাকা এবং যাত্রী পরিবহনে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন:- ট্রাম্পের অতিরিক্ত শুল্কের আবহেই চিনে জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন মোদী! সামনে এল দিনক্ষণ
তৃতীয় প্রকল্পে নজর দেওয়া হয়েছে বিহারের রেল নেটওয়ার্কে। ভাগলপুর থেকে জামালপুর পর্যন্ত ৫৩ কিলোমিটার দীর্ঘ তৃতীয় লাইন তৈরি করার অনুমোদন দিয়েছে কেন্দ্র। এই কাজের জন্য ব্যয় হবে প্রায় ১ হাজার ১৫৬ কোটি টাকা। আগামী তিন বছরের মধ্যে এই প্রকল্প শেষ করার লক্ষ্য স্থির করা হয়েছে। এর ফলে বিহারের ওই অঞ্চলে রেল যোগাযোগ অনেক বেশি সাবলীল হবে এবং যাত্রী পরিবহনেও গতি আসবে।
এই চারটি নতুন রেল প্রকল্পের ফলে সরাসরি উপকৃত হবে গুজরাট, কর্নাটক, তেলঙ্গনা, বিহার ও আসামের মোট ১৩টি জেলা। ভারতীয় রেলের নেটওয়ার্ক বৃদ্ধি পাবে ৫৬৫ কিলোমিটার, যা দেশের রেল অবকাঠামোকে আরও শক্তিশালী করবে। শুধু তাই নয়, এই প্রকল্পগুলি শিল্প, বাণিজ্য এবং পর্যটনে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। কেন্দ্রীয় সরকার মনে করছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই কাজ সম্পূর্ণ হলে আগামী দিনে ভারতীয় রেলের আধুনিকীকরণে এই চারটি প্রকল্প মাইলফলক হয়ে দাঁড়াবে।