বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগে যাত্রীদের জন্য একের পর এক সুখবর নিয়ে আসছে ভারতীয় রেলওয়ে (Indian Railways)। উৎসবের মরশুমে নতুন বেশ কিছু ট্রেন পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় রেল। এর মধ্যে অন্যতম হল কলকাতা থেকে সরাসরি মিজোরাম পর্যন্ত ট্রেন (Indian Railways) পরিষেবা চালু। আইজলের সাইরাং স্টেশন থেকে তিন জোড়া ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তিন জোড়া ট্রেনের উদ্বোধনের পর থেকেই নির্দিষ্ট সময় থেকে শুরু হবে নিয়মিত যাত্রী পরিষেবা।
তিন জোড়া নতুন ট্রেন পরিষেবা শুরু করছে ভারতীয় রেল (Indian Railways)
ভারতীয় রেল (Indian Railways) সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ট্রেন নম্বর ০২৫০৭ (সাইরাং-আনন্দ বিহার টার্মিনাল) উদ্বোধনী রাজধানী এক্সপ্রেস ১৩ তারিখ সাইরাং স্টেশন থেকে সকাল ১০ টায় পরীক্ষামূলক ভাবে শুরু করবে যাত্রা। ১৫ তারিখ সকাল সাড়ে সাতটায় আনন্দ বিহার টার্মিনাল পৌঁছাবে ট্রেনটি (Indian Railways)। আবার ১৯ তারিখ থেকে ট্রেন নম্বর ২০৫০৭ (সাইরাং-আনন্দ বিহার টার্মিনাল) রাজধানী এক্সপ্রেস প্রতি শুক্রবার করে বিকেল সাড়ে চারটেয় সাইরাং থেকে রওনা হয়ে রবিবার সকাল ১০ টা ৫০-এ আনন্দ বিহার টার্মিনাল পৌঁছাবে।
কোন ট্রেন কখন চলবে: ট্রেন (Indian Railways) নম্বর ২০৫০৮ (আনন্দ বিহার টার্মিনাল-সাইরাং) রাজধানী এক্সপ্রেস ২১ তারিখ থেকে প্রত্যেক রবিবার করে আনন্দ বিহার টার্মিনাল থেকে সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে রওনা হয়ে মঙ্গলবার দুপুর ৩ টে ১৫ তে পৌঁছাবে সাইরাং। এই ট্রেন বদরপুর জং, গুয়াহাটি, নিউ জলপাইগুড়ি, ভাগলপুর হয়ে ছুটবে। ট্রেন (Indian Railways) নম্বর ০৫৬০৯ (ভৈরবী-সাইরাং) স্পেশ্যাল ট্রেন ১৩ তারিখ ভৈরবী থেকে সকাল ১০ টায় রওনা হয়ে ১১ টা ১৫ তে পৌঁছাবে সাইরাং।
আরও পড়ুন : ৭ বছর পর সিরিয়ালে ফিরেই বিয়ের পিঁড়িতে, জীবনের দ্বিতীয় অধ্যায় শুরুর পথে ‘ঝিল’ মধুমিতা
কলকাতা থেকে সরাসরি ট্রেন: এরপর এই ট্রেনটিই ০৫৬১০ (সাইরাং-গুয়াহাটি) স্পেশ্যাল হিসেবে সাড়ে ১২ টায় সাইরাং থেকে যাত্রা শুরু করে পরের দিন আড়াইটেয় পৌঁছাবে গুয়াহাটি। ১৩ তারিখ থেকেই ১৫৬০৯ (গুয়াহাটি-সাইরাং) এক্সপ্রেস প্রতিদিন গুয়াহাটি থেকে সন্ধ্যা সাতটায় রওনা হয়ে পরের দিন সকাল সাড়ে আটটায় পৌঁছাবে সাইরাং। ট্রেন (Indian Railways) নম্বর ১৫৬১০ (সাইরাং-গুয়াহাটি) এক্সপ্রেস ১৪ তারিখ থেকে প্রতিদিন সাইরাং থেকে সন্ধ্যা সাতটায় রওনা হয়ে পরদিন সকাল সাড়ে আটটায় পৌঁছাবে গুয়াহাটি। অন্যদিকে ০৩১২৬ এক্সপ্রেস ট্রেন ১৩ তারিখ সকাল ১০ টায় যাত্রা শুরু করে পরদিন বিকেল ৫ টায় পৌঁছাবে কলকাতা।
আরও পড়ুন : লুচি-পরোটা নয়, ময়দার ডেলার ঝোল দিয়েই হোক অতিথি আপ্যায়ন, রইল একেবারে ভিন্ন স্বাদের রেসিপি
১৬ তারিখ থেকে ১৩১২৫ (কলকাতা-সাইরাং) ট্রেনটি প্রতি শনিবার, মঙ্গল এবং বুধবার ১২ টা ২৫ এ কলকাতা থেকে রওনা হবে। পরের দিন সন্ধ্যা ৭ টা ৪৫ এ পৌঁছাবে সাইরাং। ১৮ তারিখ থেকে ১৩১২৬ (সাইরাং-কলকাতা) প্রতি সোম, বৃহস্পতি এবং শুক্রবার সকাল ৭ টা ১৫ তে সাইরাং থেকে যাত্রা শুরু করে পরদিন দুপুর আড়াইটেয় পৌঁছাবে কলকাতায়। এই ট্রেনটির যাত্রাপথে পড়বে বদরপুর জং, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, গোলকগঞ্জ, নিউ জলপাইগুড়ি এবং মালদা টাউন।