ট্রেনে রিল বানালে যেতে পারে চাকরি! কড়া নির্দেশিকা জারি রেলের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ডিজিটাল দুনিয়ায় এখন রিলের জনপ্রিয়তা তুঙ্গে। আট থেকে আশি সকলের হাতেই স্মার্টফোন, আর সকলেই মজে কয়েক সেকেন্ডের ভিডিওতে। কিন্তু এই ক্ষণিকের জনপ্রিয়তার আকর্ষণ পদে পদে ডেকে আনছে বড় বিপদ। ট্রেন থেকে মেট্রো, সর্বত্রই রিলের ছড়াছড়ি। এবার তাই আসন্ন বিপদ থেকে রেলে চাকরিরতদের সাবধান করল ভারতীয় রেল (Indian Railways)। ডিউটিরত কোনও রেলকর্মী ভিডিও ব্লগ, রিল ভিডিও বা ভিডিও শুট করতে পারবেন না, এমনই জারি হয়েছে নির্দেশিকা।

রেলে (Indian Railways) রিল বানানো নিয়ে কড়া নিষেধাজ্ঞা

নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর রেল সূত্রে। সাম্প্রতিক সময়ে রেল স্টেশনের বিভিন্ন ভিডিও এবং কর্মরত রেল কর্মীদের নানান ভিডিও, সংবেদনশীল এলাকার ছবি, ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রেলের মতে, এটি গুরুতর অপরাধ। এর ফলে যেমন দেশজুড়ে রেলের (Indian Railways) সুরক্ষা বিঘ্নিত হচ্ছে, তেমনই গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের ঝুঁকিও তৈরি হয়েছে। তাই এবার নড়েচড়ে বসেছে রেল।

Indian railways strict action against reel video

কোথায় কোথায় জারি হবে নিষেধাজ্ঞা: জানা যাচ্ছে, দেশের প্রায় সমস্ত রেল প্রেমিসেসে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। স্টেশন থেকে ওয়ার্কশপ, অফিস, ইয়ার্ড এমনকি ট্রেনের ভেতরেও কোনও প্রকার ভিডিও বানানো যাবে না। নিরাপত্তা পদ্ধতি, ট্রেন পরিচালনা থেকে স্পর্শকাতর এলাকায় ভিডিও আপলোড করায় রেলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছিল অনেকাংশে।

আরও পড়ুন : ভরা মরশুমে ইলিশের আকাল, বিক্রি কমেছে হু হু করে, নেপথ্যে কোন বড় কারণ?

মোবাইল ব্যবহারেও নিষেধাজ্ঞা: পাশাপাশি মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম ভারতীয় রেল নিয়ে আসতে চলেছে বলে খবর। নির্দেশিকায় বলা হয়েছে, রেল (Indian Railways) কর্মীরা শুধুমাত্র বিরতির সময়েই ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারবেন মোবাইল। ডিউটিরত অবস্থায় ছবি তোলা, ভিডিও করা কিংবা সোশ্যাল মিডিয়ায় কিছু আপলোড করায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। সরকারি ফোন বা ইন্টারনেট ব্যবহার করেও যদি কেউ ব্যক্তিগত কনটেন্ট বানায়, তবে তা গুরুতর অপরাধ বলেই গণ্য হবে।

আরও পড়ুন : এবার অভাবী মানুষদের বাড়বে রোজগার! বড় পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল কেন্দ্র

জানা যাচ্ছে, দক্ষিণ পূর্ব রেলওয়ে জোনে ইতিমধ্যেই চালু হয়েছে এই নিয়ম। অন্যান্য ডিভিশনেও এই নিয়ম দ্রুত চালু হবে বলেই মনে করা হচ্ছে। রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নির্দেশ অমান্য করলে সাসপেনশন, বেতন কেটে নেওয়া থেকে কঠিন শাস্তির মুখেও পড়তে হতে পারে।