বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজোর পর এবার আসছেন শ্যামা মা। কলকাতায় ধুমধাম করে দুর্গাপুজো হলেও কালীপুজোয় সব আকর্ষণ কেড়ে নেয় বারাসত, মধ্যমগ্রাম এবং নৈহাটি। কালীপুজোয় আলাদাই ভিড় হয় বারাসত, মধ্যমগ্রামে। অন্যদিকে বড়মার টানে ভক্তদের ভিড় জমে নৈহাটিতে। পাল্লা দিয়ে ভিড় হয় ওই রুটের ট্রেনগুলিতেও (Indian Railways)। সেকথা মাথায় রেখেই এবার বড় উদ্যোগ নিল ভারতীয় রেলওয়ে (Indian Railways)।
বিধাননগর রোড ও দমদম স্টেশন নিয়ে পদক্ষেপ রেলের (Indian Railways)
উৎসবের মরশুমে শিয়ালদহ ডিভিশনে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পূর্ব রেল। বিশেষ করে বিধাননগর রোড এবং দমদম জংশন স্টেশনে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ এবং সুরক্ষার ক্ষেত্রে কিছু উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railways)। জানা গিয়েছে, ২০ থেকে ২৪ অক্টোবর কালীপুজোর সময় শিয়ালদহ স্টেশনের প্রতিটি টিকিট কাউন্টার সারাদিন খোলা থাকবে। এই পাঁচদিন প্রতিটি ট্রেন যাত্রাপথের প্রতি স্টেশনে দাঁড়াবে। কোনও গ্যালোপিং ট্রেন (Indian Railways) থাকছে না।
কী উদ্যোগ নেওয়া হয়েছে: দমদম, বিধাননগর রোড, বারাসত এবং নৈহাটি এই চারটি স্টেশনে ভিড়ের কারণে সু্রক্ষার ক্ষেত্রে বিশেষ নজরদারি চালাবে রেল (Indian Railways)। কোনও ট্রেনের ক্ষেত্রে যদি ঘোষিত প্ল্যাটফর্ম বদল করতে হয় তাহলে যথেষ্ট সময় রেখেই ঘোষণা করা হবে। সম্প্রতি শিয়ালদহ ডিভিশনাল রেলওয়ে (Indian Railways) ম্যানেজার একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তিনি জানান, এই ডিভিশনে দুটি স্টেশনে নতুন ভাবে ভাগ করা হবে প্ল্যাটফর্ম। পাশাপাশি হকারমুক্ত পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন : পুজো মিটতেই হু হু করে বাড়ল নম্বর, প্রথম পাঁচে দাপট জি বাংলার, শীর্ষস্থান কার দখলে?
কোন ট্রেনের জন্য কোন প্ল্যাটফর্ম: নতুন নিয়মে ঠিক করা হয়েছে, বিধাননগর রোডের ১ নম্বর প্ল্যাটফর্ম শুধুমাত্র মেন লাইনের আপ লোকাল ট্রেনের জন্য নির্দিষ্ট করা হয়েছে। বারাসত, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি যাওয়ার আপ লোকাল (Indian Railways) আসবে ২ নম্বর প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্ম দিয়েই যাবে সমস্ত মেল, এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন। অন্যদিকে উৎসবের সময় দমদমে সমস্ত গুরুত্বপূর্ণ আপ লোকালগুলি ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়েই যাবে। নৈহাটি, রানাঘাট, গেদে, কৃষ্ণনগর, লালগোলা, বহরমপুর কোর্টের মতো লোকাল ট্রেনগুলি (Indian Railways) যাবে এই প্ল্যাটফর্ম দিয়ে। আর এই সব স্টেশনগুলি থেকে শিয়ালদহের দিকে যাওয়া ডাউন লোকাল ঢুকবে ২ নম্বর প্ল্যাটফর্মে। অন্যদিকে বারাসত, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি আপ লোকালগুলি ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে।
আরও পড়ুন : শব্দবাজি বন্ধে উদাসীন রাজ্য? বিজ্ঞপ্তি কার্যকর হয়েছে কিনা জানতে মুখ্যসচিবের বক্তব্য তলব হাইকোর্টের
উৎসবের সময়ে ভিড় নিয়ন্ত্রণ করতে বিধাননগর রোড স্টেশনে আটটি এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে না। এর মধ্যে কিছু উত্তরবঙ্গগামী ট্রেনও রয়েছে। বিধাননগর রোডের পুরো স্টেশন এলাকাকেই ভেন্ডর ফ্রি জোন বলে ঘোষণা করা হবে। অর্থাৎ এই স্টেশনে কোনও হকার বা দোকানদার প্ল্যাটফর্মে বসতে পারবেন না।