নিজে কাটলে হচ্ছে না, কিন্তু এজেন্টরা কীভাবে পেয়ে যাচ্ছে কনফার্ম টিকিট? জানুন রহস্য

বাংলাহান্ট ডেস্ক : কোটি কোটি ভারতবাসীর যাতায়াতের ভরসার মাধ্যম রেল ব্যবস্থা। তবে হঠাৎ করে যদি কোথাও যাওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদের শরণাপন্ন হতে হয় রেলের (Indian Railways) তৎকাল টিকিটের। যাদের তৎকাল টিকিট কাটার অতীত অভিজ্ঞতা আছে তারা জানেন যে অধিকাংশ সময়ে নিজেরা টিকিট কাটতে গেলে কনফার্ম টিকিট পান না।

ভারতীয় রেলের (Indian Railways) এজেন্টদের টিকিট বুক করার পদ্ধতি

তবে এজেন্ট বা দালালরা যখন সেই টিকিট (Ticket) কাটেন সঙ্গে সঙ্গে সেটি কনফার্ম হয়ে যায়। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে কীভাবে এজেন্টরা (Agent) এত সহজে কনফার্ম টিকিট কেটে ফেলতে পারেন? জেনে নিন সেই গোপন রহস্য। আসলে অনেক দালাল বা এজেন্ট রয়েছেন যারা বিশেষ বিশেষ মরশুমের আগে একসাথে বাল্ব বুকিং করে রাখেন।

আরোও পড়ুন : ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন! চিনের চাপে চিড়ে চ্যাপ্টা হতে বসেছে “কাঙাল” পাকিস্তান

বিশেষত দুর্গাপুজো, দীপাবলি বা গরমের ছুটির আগে জনপ্রিয় ডেস্টিনেশনগুলির ট্রেনের (Train) টিকিট অগ্রিম কেটে রাখেন এই ধরনের দালাল বা এজেন্টরা। তাই সাধারণ যাত্রীরা টিকিট বুক করতে গেলে হয়রানির শিকার হন। উপায় না পেয়ে যাত্রীরা তাই দ্বারস্থ হন দালালদের। দালালদের থেকে মোটা টাকায় টিকিট কাটতে বাধ্য হন যাত্রীরা।

আরোও পড়ুন : “কর্মজীবনে মোদী সরকারের চাপের মুখে পড়তে হয়েছে?” রাখঢাক না রেখে কী জানালেন চন্দ্রচূড়?

অনেক সময় নিয়মবহির্ভূতভাবে রেলের (Indian Railways) ভিতরেই ‘বিশেষ ব্যবস্থা’ করে রাখেন দালালরা। তাই অনেক  ক্ষেত্রে দেখা যায় ট্রেনের টিকিট আগে থেকেই দালালদের নামে নথিভুক্ত হয়ে যায়। এজেন্ট বা দালালরা টিকিট কাটার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করে থাকেন। বিশেষ প্রযুক্তি বা সফটওয়্যারের মাধ্যমে এজেন্টরা সাধারণ যাত্রীদের থেকে অনেক দ্রুত টিকিট কেটে ফেলতে পারেন।

Indian Railways ticket booking via agent

একই সাথে একাধিক অ্যাকাউন্ট থেকে টিকিট বুক করার ফলে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আবার অনেক সময়ে দালালরা নিজেদের কনফার্ম টিকিট ক্যান্সেল করে দেন ওয়েটিং টিকিট কনফার্ম করার উদ্দেশ্যে। কনফার্ম টিকিট বাতিল হলে ওয়েটিং টিকিট কনফার্ম হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেক গুণ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর