লটারি লাগল রেল কর্মীদের, পরিবার পিছু ১ কোটি টাকা দেবে SBI! কারা পাবেন এই সুবিধা?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) কর্মীদের জন্য এবার বড় উদ্যোগ। রেলের প্রতি কর্মী এবং পরিবার পিছু এক কোটি টাকা দেওয়ার ব্যবস্থা করল রেল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে হাত মিলিয়ে এই নয়া উদ্যোগ নিয়েছে রেল (Indian Railways)। সোমবার এই সংক্রান্ত একটি সমঝোতা পত্র স্বাক্ষর করা হয়েছে বলে খবর।

রেল কর্মীদের (Indian Railways) এক কোটি টাকা দেবে এসবিআই

সূত্রের খবর, এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে এসবিআইয়ের সঙ্গে একটি মউ স্বাক্ষর করেছে রেল মন্ত্রক। মূলত দুর্ঘটনা বিমা বাবদ এই এক কোটি টাকা রেল কর্মীরা (Indian Railways) পাবেন বলে জানা যাচ্ছে। কী কী সুবিধা মিলবে এই চুক্তির কারণে?

Indian railways to give 1 crore to employees with sbi

কেন এই উদ্যোগ: যেমনটা জানা যাচ্ছে, এই নতুন সমঝোতা অনুযায়ী, যেসমস্ত রেল কর্মীদের (Indian Railways) এসবিআই তে স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, তারা একটি কোটি টাকা পর্যন্ত পাবেন দুর্ঘটনা বিমা। রেল সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে ভারতীয় রেলের (Indian Railways) ৭ লক্ষ কর্মচারীর স্যালারি অ্যাকাউন্ট রয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। তাদের জন্য কোনও রকম প্রিমিয়াম ছাড়া ১০ লক্ষ টাকা জীবন বিমা বাবদ ধার্য করা রয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : ইসলামকে অসম্মানের অভিযোগ ‘অতিথি’ জাভেদের বিরুদ্ধে, মৌলবাদীদের চাপেই অনুষ্ঠান বাতিল রাজ্যের?

আর কী সুবিধা মিলবে: কর্মরত অবস্থায় এই রেল কর্মীদের (Indian Railways) মৃত্যু ঘটলে তাদের পরিবার জীবন বিমা বাবদ ১০ লক্ষ টাকা পাবেন রেল এবং এসবিআই এর তরফে। আর এবার দুর্ঘটনা বাবদ বিমাও যুক্ত হল রেল কর্মীদের (Indian Railways) সুবিধার খাতায়। নতুন স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী, কোনও রেল কর্মীর যদি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তবে তার পরিবার পাবে ১ কোটি ৬০ লক্ষ টাকা।

আরও পড়ুন : হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের, আদালতের নির্দেশ ছাড়া চিড়িয়াখানার জমির বাণিজ্যিক ব্যবহারে জারি নিষেধাজ্ঞা

রেল মন্ত্রক সূত্রে খবর, অন্য কোনও দুর্ঘটনার কারণে যদি মৃত্যু হয় তবে বিমা বাবদ দেওয়া হবে ১ কোটি টাকা। দুর্ঘটনার জেরে কোনও রেলকর্মী যদি শারীরিক ভাবে অক্ষম হয়ে যান তবে ৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানা যাচ্ছে। মূলত ট্রেন চালক, গার্ড দের মতো গ্রুপ সি কর্মী, যাদের দুর্ঘটনার সম্ভাবনা সবথেকে বেশি থাকে তাদের জন্যই এই বিমার ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে রেল মন্ত্রক সূত্রে।