বাংলাহান্ট ডেস্ক : অনলাইনে টিকিট কাটার সময়ে আবারও পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। অনলাইনে সংরক্ষিত টিকিট কাটার ক্ষেত্রে আগেই আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছিল। তবে এবার টিকিট কাটার সময়ের পরিবর্তন হতে চলেছে। আগে সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত আধার যাচাইকরণ করা আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে টিকিট কাটতে পারতেন যাত্রীরা। কিন্তু এবার থেকে বদলে যাচ্ছে সেই সময়।
বদলে যাচ্ছে অনলাইনে রেলের (Indian Railways) টিকিট কাটার সময়সীমা
রেল সূত্রে খবর, আগামী ২৯ ডিসেম্বর থেকে সকাল ১০ টার বদলে বেলা ১২ টা পর্যন্ত আধার যাচাইকরণ করা আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। অর্থাৎ টিকিট কাটার ক্ষেত্রে সময় মিলবে চার ঘন্টা। তবে আগামী বছর ৫ জানুয়ারি থেকেই বেড়ে যাবে সময়সীমা। চার ঘন্টার বদলে করা হবে আট ঘন্টা।

আরও বাড়ানো হবে সময়সীমা: অর্থাৎ সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত সংরক্ষিত টিকিট কাটার ক্ষেত্রে সুবিধা মিলবে গ্রাহকদের। এর পরে আরও বাড়বে সময়। পরের সপ্তাহ অর্থাৎ ১২ জানুয়ারি থেকে সময়সীমা বাড়িয়ে রাত ১২ টা পর্যন্ত করতে চলেছে রেল।
আরও পড়ুন : হল না শেষরক্ষা, মিমি-অঙ্কুশের সম্পত্তি বাজেয়াপ্ত ইডির
টিকিট কাটা নিয়ে উঠেছে অভিযোগ: অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে বহু অভিযোগের সম্মুখীন হতে হয়েছে রেলকে (Indian Railways)। বহুবার অভিযোগ উঠেছে, অনলাইনে টিকিট কাটা শুরু হতে না হতেই শেষ হয়ে যায় টিকিট। কাউন্টারেও মেলে না টিকিট। এদিকে এজেন্টদের কাছে একই টিকিট মেলে চড়া দামে।
আরও পড়ুন : SIR প্রক্রিয়ায় বাড়তি পাহারা, বাংলা নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের
অভিযোগ উঠেছে, বুকিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এজেন্টরা একসঙ্গে অনেক টিকিট কেটে রাখেন। পরে মোটা অঙ্কের বিনিময়ে যাত্রীদের কাছে বিক্রি করা হয় তা। রয়েছে টিকিটের কালোবাজারির অভিযোগও। আইআরসিটিসিতে একাধিক ভুয়ো ইউজার আইডি তৈরি করে বেআইনি ভাবে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। এই টিকিটের কালোবাজারি আটকাতেই এর আগে তৎকাল এবং সংরক্ষিত টিকিটের ক্ষেত্রে আধার কার্ড করা হয় বাধ্যতামূলক। এবার বদলাচ্ছে সংরক্ষিত টিকিট কাটার সময়সীমা।












