বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই উৎসবের মরশুম উপস্থিত দুর্গাপুজো সহ দীপাবলি এবং ছট পূজার মতো উৎসবে ভারতীয় রেল (Indian Railways) চলতি বছর রেকর্ড সংখ্যক বিশেষ ট্রেন চালাবে। ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, ১২,০০০ এরও বেশি ফেস্টিভ স্পেশাল ট্রেন চালানো হবে। গতবছর, মোট ৭,৭২৪ টি ফেস্টিভ স্পেশাল ট্রেন চালানো হয়েছিল। কিন্তু, এবার ১২,০০০-এরও বেশি স্পেশাল ট্রেন চালানো হবে। এর ফলে প্রত্যক্ষভাবে লাভবান হবেন যাত্রীরা।
উৎসবের মরশুমে বড় পদক্ষেপ রেলের (Indian Railways):
১ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে স্পেশাল ট্রেন চলবে: রেলমন্ত্রী বৈষ্ণব জানিয়েছেন যে, উৎসবের মরশুমে স্পেশাল ট্রেন (Indian Railways) আগামী ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। কমপক্ষে ১২,০০০ স্পেশাল ট্রেন চালানো হবে। আলাদাভাবে ২০০ টি ট্রেন রিজার্ভ রাখা হবে। ওই ২০০ টি ট্রেন বর্ধিত চাহিদা সম্পন্ন রুটে চালানো হবে। ওই ২০০টি ট্রেন হবে অ-সংরক্ষিত যাত্রীবাহী ট্রেন।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, উৎসবের মরশুমে ক্রমবর্ধমান যাত্রীর চাপ সামলাতে রেল আগাম প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই রেলের (Indian Railways) আধিকারিকরা জানিয়েছেন যে, নয়াদিল্লি থেকে শুরু করে নিজামুদ্দিন, গাজিয়াবাদ, অযোধ্যা, বারাণসী, লখনউ এবং পাটনা সহ সারা দেশের সেইসব রেল স্টেশনগুলিতে স্থায়ী এবং অস্থায়ী হোল্ডিং এরিয়া তৈরির কাজও শুরু হয়েছে যেখানে উৎসবের মরশুমে প্রচুর ভিড় থাকবে।
বন্দে ভারত স্লিপার ট্রেনের পরিষেবা কবে শুরু হবে: বন্দে ভারত স্লিপার ট্রেন সম্পর্কে জানা গিয়েছে যে, এই ট্রেনের (Indian Railways) দ্বিতীয় সেট তৈরি করা হচ্ছে। যেটি অক্টোবরের মাঝামাঝি সময়ে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। এরপরে, এটি যেকোনও রুটে পরিচালিত হবে। সেখানে এটি জোড়ায় জোড়ায় চালানো যেতে পারে।
আরও পড়ুন: একী কাণ্ড! বন্ধ হয়ে গেল মুকেশ আম্বানির এই কোম্পানি, কী জানাল Reliance Industries?
বন্দে ভারত স্লিপার ট্রেনটি প্রথমে বিহার রুটে চালু করা হবে: সূত্রের খবর অনুযায়ী, যদি দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেনটি (Indian Railways) সময়মতো পৌঁছয়, তবে এটি কেবল দিল্লি-পাটনা রুটে অথবা বিহারের অন্য কোনও রুটে প্রথমে চালু করা হবে। কিন্তু, সমস্যা হল যদি এই ট্রেনের লঞ্চ বিলম্বিত হয় এবং এই আবহে নির্বাচন কমিশন বিহার বিধানসভা নির্বাচন ঘোষণা করে, তাহলে যখন আদর্শ আচরণবিধি কার্যকর হবে, তখন নির্বাচনের মরশুমে বিহারের জন্য এটি চালু করতে সমস্যা হবে। রেলমন্ত্রী আরও বলেন যে, দেশের ৭০ টি রেল বিভাগের মধ্যে ২৯ টিতে ট্রেনের সময়ানুবর্তিতা ৯০ শতাংশ ছাড়িয়ে গেছে। এর অর্থ হল ওই বিভাগগুলিতে ৯০ শতাংশেরও বেশি ট্রেন সময়মতো চলছে। যেখানে দিল্লির নাম অন্তর্ভুক্ত করার জন্যও কাজ করা হচ্ছে।