বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় রেলের (Indian Railways) তরফে বড় ঘোষণা। শারদোৎসবের মরশুমে দেশবাসীর জন্য সুখবর দিল মোদি (Narendra Modi)। দুর্গাপুজো ও কালীপুজোয় ভিড় সামলাতে এবং যাত্রীদের সুবিধার্থে রেল কর্তৃপক্ষের তরফে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে। পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেলের তরফে এই ট্রেন পরিষেবা চালু হবে বিভিন্ন রুটে, যাতে উৎসবের দিনে যাত্রীরা সহজে গন্তব্যে পৌঁছতে পারেন।
ভারতীয় রেলের তরফে সুখবর (Indian Railways)
রেল সূত্রে জানা গিয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বিশেষ ট্রেন চালানো হবে ইটওয়ারি থেকে শালিমার রুটে। ইটওয়ারি থেকে ট্রেন ছাড়বে বিকেল ৫টা ১০ মিনিটে এবং পরদিন দুপুর ২টা ২০ মিনিটে পৌঁছবে শালিমারে। অপরদিকে, ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত শালিমার থেকে স্পেশাল ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টায় এবং পরদিন দুপুর ৩টে ৩৫ মিনিটে ইটওয়ারিতে পৌঁছবে।
শুধু তাই নয়, মালদা টাউন ও দিঘার মধ্যে পর্যটকদের চাহিদা মেটাতে বিশেষ ট্রেন চালু হবে। ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার দুপুর ১টা ১০ মিনিটে মালদা টাউন থেকে ট্রেন ছাড়বে এবং রাত ১১টায় পৌঁছবে দিঘায়। ফেরার পথে, প্রতি শনিবার রাত ১১টা ৪০ মিনিটে দিঘা থেকে ট্রেন ছাড়বে এবং রবিবার সকাল ৯টা ২০ মিনিটে পৌঁছবে মালদায়।
আরও পড়ুন:সিন্ধু জল চুক্তি স্থগিত করার পর এবার ভারতের মাস্টারস্ট্রোক! ঘুম উড়ল শরিফের
শালিমার থেকে পাটনা পর্যন্তও বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। ১৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে শালিমার থেকে ট্রেন ছাড়বে এবং রবিবার সকাল ৮টায় পৌঁছবে পাটনায়। অপরদিকে, ২ নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার সকাল ১০টা ৪০ মিনিটে পাটনা থেকে ট্রেন ছাড়বে এবং রাত ১টা ৪০ মিনিটে পৌঁছবে শালিমারে।
আরও পড়ুন:পথে আচমকাই ভয়াবহ ধস! মৃত কমপক্ষে ৫ পুণ্যার্থী, আপাতত স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা
এছাড়াও দক্ষিণ ভারতের সঙ্গে যাত্রীসংযোগ আরও সহজ করতে সাঁতরাগাছি-চেরলাপল্লি রুটে বিশেষ ট্রেন চলবে। ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত প্রতি শুক্রবার দুপুর ২টো ৫৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ট্রেন ছাড়বে এবং শনিবার বিকেল ৪টেয় পৌঁছবে চেরলাপল্লিতে। ফেরার পথে, ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রতি শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চেরলাপল্লি থেকে ট্রেন ছাড়বে এবং রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে পৌঁছবে সাঁতরাগাছিতে।
রেল কর্তৃপক্ষের আশা, এই অতিরিক্ত ট্রেন পরিষেবা দুর্গাপুজো ও কালীপুজোর সময় বিপুল যাত্রীচাপ সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভ্রমণপিপাসুদের কাছে তাই এ এক বড় উপহার বলেই মনে করা হচ্ছে।