বাংলাহান্ট ডেস্ক : পরিষেবা ক্রমেই উন্নততর করছে ভারতীয় রেল (Indian Railways)। যাত্রীদের সুবিধার জন্য ঘটানো হচ্ছে একের পর এক বদল। টিকিট বুকিং এবং কনফার্মেশন যাতে আরও সহজ এবং দ্রুত হয় তার জন্য একাধিক উদ্যোগ নিয়েছে রেল (Indian Railways)। এবার জানা গেল, আলাদা করে একটি অনলাইন টিকিট বুকিং পোর্টাল খোলা হচ্ছে। তবে তা সাধারণ যাত্রীদের জন্য নয়। বড়সড় এক সিদ্ধান্ত নিয়েছে রেল।
নতুন টিকিট বুকিং পোর্টাল খুলছে ভারতীয় রেল (Indian Railways)
জানা যাচ্ছে, খুব শীঘ্রই চালু হতে চলেছে একটি অনলাইন টিকিট বুকিং পোর্টাল। তবে কোনো সাধারণ যাত্রী এই পোর্টাল থেকে টিকিট বুক করতে পারবে না। এই পোর্টাল খোলা হচ্ছে শুধুমাত্র লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের জন্যই, যাতে তাঁরা এই পোর্টাল থেকে সরাসরি টিকিট কাটতে পারেন।
কী জানালেন রেলমন্ত্রী: বুধবার, ২৩ শে জুলাই কেন্দ্রীয় রেলমন্ত্রী (Indian Railways) অশ্বিনী বৈষ্ণব এই নতুন পোর্টালের কথা জানিয়েছেন। লোকসভায় লিখিত জবাবে তিনি বলেন, একটি আলাদা সফটওয়্যার তৈরি করা হচ্ছে, যেখান থেকে বর্তমান এবং প্রাক্তন সাংসদরা ট্রেনের (Indian Railways) টিকিট বুকিং করতে পারবেন এবং দরকারে বাতিলও করতে পারবেন।
বিশেষ সুবিধা পান তাঁরা: উল্লেখ্য, ভারতীয় রেল (Indian Railways) সাংসদদের বিশেষ সুযোগ সুবিধা দিয়ে থাকে। ট্রেনে (Indian Railways) ফার্স্ট ক্লাস এসি বা এক্সিকিউটিভ ক্লাসে সফর করার সুযোগ পান সাংসদরা। সঙ্গী হতে পারেন স্বামী বা স্ত্রী। এছাড়াও সাংসদের সঙ্গে থাকা আরও একজন রেলওয়ে পাস দিয়ে সফর করতে পারেন এসি টু টায়ারে।
এখানেই শেষ নয়। সংসদে কোনও অধিবেশন না চললেও সাংসদের স্বামী বা স্ত্রী নিজের শহর থেকে নয়া দিল্লি পর্যন্ত এসি ফার্স্ট ক্লাস কিংবা এক্সিকিউটিভ ক্লাসে সফর করার সুবিধা পেয়ে থাকেন। আর এবার এই নতুন পোর্টাল চালু হলে সেখান থেকেই সরাসরি টিকিট বুক করতে পারবেন সাংসদরা।