বাংলাহান্ট ডেস্ক : যাত্রী সুবিধার জন্য ভারতীয় রেল (Indian Railways) নানান উদ্যোগ নিয়ে থাকে। একাধিক রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুন প্রকল্পের কথা জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভাগলপুর-দুমকা-রামপুরহাট রেললাইনের এবার ডাবলিং করার প্রস্তাবে অনুমোদন দিল রেল (Indian Railways)। বাংলা, বিহার এবং ঝাড়খণ্ড তিন রাজ্যই উপকৃত হবে এই নতুন প্রকল্পের জেরে।
রেলের (Indian Railways) তরফে অনুমোদন দেওয়া হল নতুন প্রকল্পে
বুধবার কেন্দ্রীয় রেলমন্ত্রী (Indian Railways) জানান, এই নতুন প্রকল্পের আওতায় প্রায় ১৭৭ কিমি রেললাইন তৈরি করা হবে। তিন রাজ্যের পাঁচটি জেলার প্রায় ২৮ লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবেন এই নতুন প্রকল্পে। বর্তমানে বেশিরভাগ ট্রেনই ভাগলপুর থেকে মালদা টাউন হয়ে যায় রামপুরহাট এবং হাওড়ার দিকে। কিন্তু এই নতুন প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে ট্রেনগুলি (Indian Railways) ভাগলপুর থেকে দুমকা হয়ে রামপুরহাট পৌঁছাতে পারবে। এতে যাত্রীদের প্রায় দেড় ঘন্টা মতো সময়ও সাশ্রয় হবে।
সুবিধা পণ্য পরিবহনেও: এই নয়া প্রকল্পে তারাপীঠ এবং দেওঘরের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। শুধু যে যাত্রীবাহী ট্রেনই এই রুটে যাতায়াত করবে না। মালগাড়ি চলাচলও করবে এই নতুন প্রকল্পের পথে। খোদ রেলমন্ত্রী জানিয়েছেন, কয়লা, সিমেন্ট, ইঁট, পাথরের মতো পণ্য পরিবহন এই প্রকল্পের মাধ্যমে সহজ হয়ে যাবে। এই নতুন প্রকল্প (Indian Railways) বাস্তবায়ন হলে অতিরিক্ত ১৫ মিলিয়ন টন পণ্য পরিবহন করা যাবে বলেও জানানো হয়েছে রেলের (Indian Railways) তরফে। প্রায় ৩১৬৯ কোটি টাকা খরচ ধরা হয়েছে এই প্রকল্পের জন্য।
আরও পড়ুন : ৩০-এর কোটাতেই স্ট্রোকের ঝুঁকি! হাসপাতালে কাটিয়ে এলেন সায়ন্তনী, কীভাবে সাবধান হবেন?
বিহারের জন্য একাধিক প্রকল্প: এদিকে বিহারেও আরও একটি বড় প্রকল্প অনুমোদিত হয়েছে। রেল (Indian Railways) সূত্রে খবর, বক্সার-ভাগলপুর করিডরের মোকামা থেকে মুঙ্গের পর্যন্ত প্রায় ৮২ কিমিরও বেশি রাস্তায় মোট চারটি লেন তৈরির প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের জেরে যাতায়াত ব্যবস্থার উন্নতির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। রেল (Indian Railways) সূত্রে খবর, প্রায় ৪৪৪৭ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে এই প্রকল্পের জন্য।
আরও পড়ুন : কলকাতা মেট্রোয় বড় বদল, চিন থেকে এল ঝাঁ চকচকে ডালিয়ান রেক, অন্য এসি কোচের সঙ্গে পার্থক্য কোথায়?
বিরোধীরা অবশ্য কটাক্ষ করেছে, আসন্ন বিধানসভা নির্বাচনের কারণেই বিহারে উন্নয়নের ধুম পড়েছে। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রেলমন্ত্রী। অশ্বিনী বৈষ্ণবের দাবি, বিভিন্ন রাজ্যেই বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প করা হচ্ছে।