বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরে তীর্থযাত্রীদের জন্য বড়সড় সুখবর শোনাল ভারতীয় রেল (Indian Railways)। কয়েক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার কামারপুকুর পর্যন্ত সরাসরি ট্রেন চালু হতে চলেছে। ২০২৬ সালের মার্চ মাস নাগাদই গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনা ছিল রেলের। কিন্তু ভাবাদিঘিতে সমস্যার জেরে দেরি হয়ে গেল সেই প্রকল্পে। এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য প্রশাসনিক অফিসার জানান, মে জুন মাসের মধ্যেই কামারপুকুর পর্যন্ত ট্রেন চালু হয়ে যাবে।
কামারপুকুর পর্যন্ত সরাসরি ট্রেন (Indian Railways) পরিষেবা
ভাবাদিঘির এলাকা বাদে বাকি জায়গায় অবশ্য কাজ অনেকটা এগিয়ে গিয়েছে বলেই জানান তিনি। তবে ভাবাদিঘির উপরেও রেলব্রিজ তৈরির জন্য টেন্ডার প্রক্রিয়া মিটে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে কাজ। পাশাপাশি এই জায়গায় রেল লাইন বসালে যাতে পরিবেশের কোনও ক্ষতি না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।

কতটা এগিয়েছে কাজ: তারকেশ্বর বিষ্ণুপুর প্রকল্পে কাজ অনেকটা এগিয়ে গিয়েছে বলেই খবর। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত প্রায় ৮৩ কিমি রেললাইন (Indian Railways) নির্মাণের কাজও প্রায় শেষের দিকে। অন্যদিকে গোঘাট থেকে ভাবাদিঘি পর্যন্ত লাইন পাতার কাজ কিছুটা বাকি রয়েছে।
আরও পড়ুন : নতুন বছরেই সঞ্চয়কারীদের জন্য নয়া আপডেট? পিপিএফ ও সুকন্যা নিয়ে বড় পদক্ষেপের পথে কেন্দ্র!
কবে শুরু হবে পরিষেবা: রেল সূত্রে খবর, ভাবিদিঘিতে মাত্র ২৫০ মিটার রেললাইন তৈরির কাজ থমকে রয়েছে। বর্তমানে হাওড়া থেকে আরামবাগ ও গোঘাট পর্যন্ত ট্রেন চলছে। তাই কামারপুকুর যাওয়ার জন্য গোঘাটে নেমে গাড়ি করে মন্দির পর্যন্ত আসতে হচ্ছে পুণ্যার্থীদের।
আরও পড়ুন : ‘কোনো দিনক্ষণ..,’ DA মামলার চূড়ান্ত রায়দান নিয়ে বড় কথা বলে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য
তবে গোঘাট রুটেও সম্প্রতি ট্রেন বাড়িয়েছে ভারতীয় রেল। এরপর গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত চালু হয়ে যাবে পরিষেবা। জানা যাচ্ছে, অক্টোবর নাগাদ কামারপুকুর পর্যন্ত সরাসরি ট্রেন চালু হয়ে যাবে। পরবর্তীতে এই লাইন ধরেই লোকাল ট্রেন যাবে বিষ্ণুপুর।












