আদ্রা ডিভিশনে চালু হবে বন্ধ থাকা ট্রেন, বড় সিদ্ধান্ত রেলের

Published on:

Published on:

Indian Railways a new coach depot in Sankrail a major initiative by South Eastern zone
Follow

বাংলাহান্ট ডেস্ক : দক্ষিণ পূর্ব রেলের (Indian Railways) আদ্রা ডিভিশন নিয়ে এবার নড়েচড়ে বসল ভারতীয় রেল। করোনা মহামারির পর থেকেই এই ডিভিশনে একাধিক ট্রেন বন্ধ হয়ে রয়েছে। এমনকি বর্তমানে যে ট্রেনগুলি চলছে সেগুলিও লেট করছে বলে অভিযোগ। ফলত ক্রমেই বাড়ছে যাত্রী দুর্ভোগ। তাই এবার এই সব বন্ধ ট্রেনগুলি নতুন করে চালু করার আশ্বাস দিয়েছে আদ্রা ডিভিশনের রেল প্রশাসন।

বহু ট্রেন (Indian Railways) বন্ধ আদ্রা ডিভিশনে

একাধিক ট্রেনকে ইতিমধ্যে বন্ধ করা হয়েছে এবং বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেন বর্তমানে এক্সপ্রেস ট্রেন হিসেবে পরিষেবা দিচ্ছে। এ বিষয়ে আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বলেন, যাত্রীদের অভিযোগ তাঁদের কাছে এসেছে। সমস্যার দ্রুত সমাধান হোক সেটাই তাঁরা চান।

Indian railways to start trains in adra division

পরিষেবা চালুর আশ্বাস: তিনি এও জানান, দক্ষিণ পূর্ব রেলের কাছে বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে আর আবারও জানানো হবে। রেল (Indian Railways) প্রশাসন সবসময়ই যাত্রীদের পাশেই রয়েছে। যাত্রীদের সমস্যার বিষয়টি রেল প্রশাসনের কাছে তুলে ধরতে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল এদিন আদ্রা ডিআরএম অফিসে যান।

 আরও পড়ুন : নতুন বছরেও রেহাই নেই, টানা ৩ দিন বাতিল একাধিক লোকাল ট্রেন, মাথায় হাত নিত্যযাত্রীদের

যাত্রী দুর্ভোগের অভিযোগ: কয়েকজন যাত্রী সহ আদ্রা ডিভিশনের ডিআরএম মুকেশ গুপ্তার সঙ্গে আলোচনায় বসেন তিনি। জমা দেন একটি স্মারকলিপি। যাত্রীদের আশা, আদ্রা ডিভিশনের রেল ব্যবস্থার এই সমস্যাগুলির দ্রুত সমাধান হবে।

আরও পড়ুন : একসময়ের ব্যস্ত স্টেশন এখন পরিত্যক্ত, ৫ মাস অতিক্রান্ত, কবে চালু হবে কবি সুভাষ মেট্রো স্টেশন?

বিধায়কের স্মারকলিপি জমা দেওয়ার পর রেলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত সমস্যা সমাধানের। এবার কার্যত কত দ্রুত প্রতিশ্রুতির বাস্তবায়ন হয় সেটাই দেখার।