বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ভারতীয় রেলের দ্রুততম ট্রেন হল বন্দে ভারত (Vande Bharat)। সবথেকে কম সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বন্দে ভারতের জুড়ি মেলা ভার। আধুনিক সুযোগ সুবিধায় মোড়া দ্রুতগতির এই ট্রেনের চাহিদাও তাই বাড়ছে লাফিয়ে। প্রায়ই যাত্রীরা অভিযোগ করে থাকেন বন্দে ভারতের (Vande Bharat) টিকিট না পাওয়া নিয়ে। এবার এই ট্রেন নিয়ে বড়সড় উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।
বন্দে ভারত (Vande Bharat) নিয়ে এবার বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের
বর্তমানে দেশ জুড়ে বিভিন্ন রুটে চলছে বন্দে ভারত (Vande Bharat)। এর মধ্যে অনেক রুটেই এই ট্রেনের চাহিদা রয়েছে বিপুল। সেকথা মাথায় রেখেই এই পরিবর্তনের ভাবনা রেলের। জানা যাচ্ছে, এবার অনেক রুটে কোচ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্দে ভারতের (Vande Bharat)। মূলত যে রুটগুলিতে চাহিদা বেশি সেই রুটগুলির ক্ষেত্রেই আসছে এই পরিবর্তন।
চাহিদা বাড়ছে বন্দে ভারতের: ২০২৫-২৬ অর্থবর্ষে ট্রেনের যাত্রী সংখ্যা এবং যাত্রী ধারণ ক্ষমতা নিয়ে গবেষণার পর ভারতীয় রেলের রিপোর্ট বলছে, বন্দে ভারতের (Vande Bharat) রুটগুলিতে যাত্রী সংখ্যা বাড়ছে, দ্রুত ভর্তি হয়ে যাচ্ছে আসন। বর্তমানে ১৬ কোচের যে বন্দে ভারতগুলি (Vande Bharat) চলছে তার মধ্যে তিনটি বন্দে ভারতকে ২০ টি কোচের ট্রেনে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
আরও পড়ুন : লাইনে দাঁড়িয়েই এবার জগন্নাথ দর্শনের সুযোগ, ভক্তদের জন্য বড় বদল পুরীর মন্দিরে!
কোন ট্রেনে বাড়ছে কোচ সংখ্যা: অন্যদিকে ৮ টি কোচের ৪ টি বন্দে ভারতের (Vande Bharat) কোচ বাড়িয়ে ১৬ কোচের ট্রেনে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর পুরনো ১৬ এবং ৮ কোচের যে ট্রেনগুলি খালি থাকবে সেগুলিকে নতুন বন্দে ভারত (Vande Bharat) পরিষেবা চালু করার ক্ষেত্রে ব্যবহার করবে রেল। জানা যাচ্ছে, ২০৬৩১/৩২ ম্যাঙ্গালুরু সেন্ট্রাল-তিরুবনন্তপুরম সেন্ট্রাল, ২০৭০১/০২ সেকেন্দ্রাবাদ-তিরুপতি এবং ২০৬৬৫/৬৬ চেন্নাই এগমোর-তিরুনেলভেলি বন্দে ভারত (Vande Bharat) ট্রেনে ১৬ টি কোচের পরিবর্তে ২০ টি কোচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন : ডবল আনন্দ, শিক্ষক দিবস উদযাপনে পড়ুয়াদের পাতে ইলিশ-চিংড়ি! এলাহি আয়োজন মিড ডে মিলে
এছাড়াও ২০৬৭১/৭২ মাদুরাই-বেঙ্গালুরু ক্যান্ট, ২২৪৯৯/০০ দেওঘর-বারাণসী, ২০৮৭১/৭২ হাওড়া-রাউরকেলা এবং ২০৯১১/১২ ইন্দোর-নাগপুর বন্দে ভারত ট্রেনে ৮ টি কোচের বদলে ১৬ টি কোচ রাখার পরিকল্পনা করা হয়েছে।