এক ভুলেই সর্বনাশ রেলের! যাত্রীকে দিতে হল ৬০ হাজার; দেখুন কীভাবে আপনিও পেতে পারেন এই টাকা

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি ভারতীয় রেলের ইতিহাসে এমন একটি ঘটনা ঘটেছে যা শুনলে আপনিও চমকে উঠবেন। যাত্রীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করছে ভারতীয় রেল। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত ভারতীয় রেলে। ভারতের পরিবহনের মেরুদন্ড হিসেবে ভারতীয় রেল ক্রমাগত নিজেদের আরো উন্নত করার চেষ্টা চালাচ্ছে।

বহু মানুষ এমনও রয়েছেন যারা বাস, গাড়ির থেকে ট্রেনে যেতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। কিন্তু ভারতীয় রেলে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। দেরিতে ট্রেন চলার জন্য কেরলের একটি আদালত রেলকে নির্দেশ দিয়েছে যাত্রীকে ষাট হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার। চেন্নাইয়ের একটি বহুজাতিক সংস্থার ডেপুটি ম্যানেজার অভিযোগকারী কার্তিক মোহন।

আরোও পড়ুন : আসছে গরিবের বন্দে ভারত! সামনে এল পাঁচটি নয়া রুটের খবর, বাংলায় কোন পথে ছুটবে?

এর্নাকুলাম জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন বলেছে চেন্নাই-আলাপ্পুঝা এক্সপ্রেস ১৩ ঘন্টা দেরিতে চলার জন্য যাত্রীকে দিতে হবে ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ। একটি মিটিং-এ অংশগ্রহণ করার জন্য এর্নাকুলাম থেকে চেন্নাই যাওয়ার টিকিট কেটেছিলেন তিনি ২০১৮ সালের ৬ মে। তবে সেই ২২৬৪০ আলিপ্পি এক্সপ্রেস ১৩ ঘন্টা লেট চলছিল।

আরোও পড়ুন : উচ্চ প্রাথমিক নিয়ে বিরাট পদক্ষেপ নিল SSC, খুশিতে আত্মহারা চাকরিপ্রার্থীরা

এরফলে সমস্যার সম্মুখীন হন এনইইটি পরীক্ষার বহু পরীক্ষার্থী, তাদের অভিভাবক সহ অন্যান্য যাত্রীরা। ট্রেন অত্যন্ত দেরিতে চলায় গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশ নিতে পারেননি কার্তিক। এর ফলে এর বিরূপ প্রভাব পড়ে তার ক্যারিয়ারে। এরপর তার ক্ষতিপূরণের জন্য কার্তিক মামলা করেন এর্নাকুলাম জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনে। 

indian railways essay

তিনি ক্ষতিপূরণের দাবি করেছিলেন রেলের কাছে। সবদিক বিচার করে কার্তিকের দাবি মেনে অবশেষে রেলকে ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হল কমিশনের পক্ষ থেকে। ইতিমধ্যেই এই ঘটনাটি সারা দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর