বাংলাহান্ট ডেস্ক: ফের বদল আসছে ভারতীয় রেলের (Indian Railways) নিয়মে, আর সেই পরিবর্তন সরাসরি ছুঁয়ে যাবে তৎকাল টিকিট বুকিংয়ের প্রক্রিয়াকে। যাত্রীদের সুবিধা বাড়াতে এবং শেষ মুহূর্তের বুকিংয়ে বেআইনি দালালচক্রের প্রভাব কমাতে এবার রিজার্ভেশন কাউন্টারে ওটিপি-ভিত্তিক তৎকাল টিকিট বুকিং ব্যবস্থা চালু করতে চলেছে রেল। সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যেই দেশের প্রায় সব স্টেশনে এই নতুন বিধি কার্যকর করা হবে। রেলমন্ত্রক জানিয়েছে, যাত্রীরা কাউন্টারে তৎকাল টিকিট কাটার সময় একটি সক্রিয় মোবাইল নম্বর দিতে পারবেন এবং সেই নম্বরে পাঠানো ওটিপি যাচাই করেই টিকিট ইস্যু করা হবে।
তৎকাল টিকিট কাটা নিয়ে বড় পদক্ষেপ রেলের (Indian Railways)
রেলমন্ত্রক গত ১৭ নভেম্বর এই ওটিপি-ভিত্তিক বুকিং ব্যবস্থার পথে হাঁটে। প্রথমে কয়েকটি নির্বাচিত ট্রেনে (Indian Railways) পাইলট প্রকল্প হিসেবে এই পদ্ধতি চালু করা হয়। অল্প সময়ের মধ্যেই ওই পাইলট প্রকল্পে অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া মেলে। যাত্রীদের সুবিধা, স্বচ্ছতা ও নিরাপত্তার দিকটি বিবেচনা করে দ্রুতই রেলমন্ত্রক আরও ৫২টি ট্রেনে এই নতুন ব্যবস্থা চালু করে। ফলে রেলকর্তারা নিশ্চিত হয়েছেন যে কাউন্টারে ওটিপি যাচাইয়ের এই কৌশল ভবিষ্যতে তৎকাল বুকিংয়ের ক্ষেত্রেই নিয়ম হয়ে উঠতে পারে।
আরও পড়ুন:বদলে যাচ্ছে ‘জনতা কা সেবক’ প্রধানমন্ত্রীর দফতরের নাম, নতুন কমপ্লেক্সের নাম রাখা হবে ‘সেবাতীর্থ’
এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ধাপে ধাপে দেশের সমস্ত ট্রেনেই ওটিপি-ভিত্তিক তৎকাল বুকিং বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে কাউন্টারের পাশাপাশি অনলাইন বুকিংয়েও একই নীতি অনুসরণ করা হবে, যাতে প্রকৃত যাত্রীরা অগ্রাধিকার পান এবং বুকিং প্রক্রিয়া আরও স্বচ্ছ হয়ে ওঠে। রেলমন্ত্রকের (Indian Railways) দাবি, দীর্ঘদিন ধরে দালালদের বেআইনি তৎকাল টিকিট সংগ্রহের অভিযোগ উঠে এসেছে। নতুন নিয়মে ওটিপি যাচাই বাধ্যতামূলক হওয়ায় সেই অসাধু প্রচেষ্টা উল্লেখযোগ্যভাবে কমবে।
জুলাই মাসেই রেলমন্ত্রক (Indian Railways) অনলাইন তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার-ভিত্তিক ওটিপি যাচাই বাধ্যতামূলক করে দেয়। এবার একই ব্যবস্থা কাউন্টারে চালু হওয়ায় যাত্রীরা টিকিট পাওয়ার ক্ষেত্রে আরও নিরাপদ ও সুবিধাজনক অভিজ্ঞতা পাবেন বলে মনে করা হচ্ছে। রেল কর্তৃপক্ষের মতে, আগের নিয়মে একই ব্যক্তি একাধিক নম্বর ব্যবহার করে বা ভুয়ো তথ্য দিয়ে টিকিট সংগ্রহের ঘটনা ঘটত, যা নতুন পদ্ধতিতে সম্ভব হবে না।
এই নতুন প্রক্রিয়া কার্যকর হওয়ার পর যাত্রীদের একমাত্র সতর্কতা হবে টিকিট কাটার সময় দেওয়া মোবাইল নম্বরটি সক্রিয় রাখা। কারণ, ওটিপি যাচাই না হলে টিকিট ইস্যু হবে না। রেলের দাবি, এই ছোট্ট ধাপটি বুকিং প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াবে এবং তৎকাল টিকিট নিয়ে দালালি রুখতে বড় ভূমিকা নেবে। যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় রেখে রেলের (Indian Railways) পরিষেবা আরও আধুনিক করার লক্ষ্যেই এই উদ্যোগ—এমনটাই মত রেলমন্ত্রকের।












