বাংলাহান্ট ডেস্ক : বছরের শেষে বড় পদক্ষেপ ভারতীয় রেলের (Indian Railways)। আবারও ট্রেনের ভাড়া বাড়িয়ে দিল রেল। নতুন ভাড়ার কাঠামো ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে রেলের তরফে। তবে লোকাল ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি। বৃদ্ধি পেয়েছে দূরপাল্লার ট্রেনের টিকিটের ভাড়া। আগামী ২৬ ডিসেম্বর থেকেই কার্যকর হতে চলেছে নতুন ভাড়া কাঠামো।
ট্রেনের ভাড়া বাড়াল ভারতীয় রেল (Indian Railways)
রেলের বিবৃতিতে জানানো হয়েছে, নতুন ভাড়া কাঠামোয় লোকাল এবং মান্থলি সেশন টিকিটের দাম বৃদ্ধি পাচ্ছে না। এমনকি ২১৫ কিমির মধ্যে জেনারেল কোচে যারা সফর করবেন, তাদেরও বর্ধিত ভাড়া দেওয়ার প্রয়োজন নেই। তবে ২১৫ কিমির পর থেকে প্রতি ১ কিমির জন্য ভাড়া বাড়বে ১ পয়সা করে। এটা জেনারেল কোচের জন্য।

কত টাকা বাড়ছে ভাড়া: মেইল এবং এক্সপ্রেস ট্রেনে এসি এবং নন এসি ক্লাসে প্রতি দুই কিমিতে ভাড়া বাড়ছে দুই পয়সা করে। যারা ৫০০ কিমির বেশি দূরত্বে সফর করবেন, তাদের জন্য নন এসি কামরার ক্ষেত্রে ১০ টাকা করে বাড়ানো হয়েছে ভাড়া। কিন্তু হঠাৎ এই ভাড়া বৃদ্ধির কারণ কী?
আরও পড়ুন : ট্রেনের টিকিট কাটার আগে সাবধান! তৎকাল বুকিংয়ে নতুন নিয়মে কড়া শাস্তির হুঁশিয়ারি রেলের
কেন বাড়ল ভাড়া: রেলের (Indian Railways) তরফে জানানো হয়েছে, বিগত এক দশকে অনেকটাই সম্প্রসারিত হয়েছে রেলের নেটওয়ার্ক। যাত্রীদের জন্য বাড়ানো হয়েছে পরিষেবা। সেই সঙ্গে বেড়েছে কর্মী সংখ্যাও। রেল সূত্রে খবর, বর্তমানে রেলকর্মীদের জন্য ১ লক্ষ ১৫ হাজার টাকা খরচ হয়। পেনশনের জন্য খরচ হয় ৬০ হাজার কোটি টাকা।
আরও পড়ুন : গান গাইতে হেনস্থার অভিযোগ, ‘জাগো মা’ গাইতে বাধা তৃণমূল নেতার? লিখিত অভিযোগ দায়ের লগ্নজিতার
২০২৪-২৫ অর্থবর্ষে ভারতীয় রেলের মোট খরচের পরিমাণ ১ লক্ষ ৬৩ হাজার কোটি টাকা। এদিকে এই ভাড়া বৃদ্ধির ফলে রেলের অতিরিক্ত ৬০০ কোটি টাকা আয় হবে বলে জানানো হয়েছে।












