বাংলা হান্ট ডেস্ক: সামনেই বিধানসভা নির্বাচন। আর এই ভোটের আগে রেলের (Indian Railways) তরফ থেকে বড় ঘোষণা। কারণ, হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের স্টপেজ পেল উত্তরবঙ্গের চারটি স্টেশন। জানা যায়, 27576/27575 হাওড়া থেকে কামাখ্যাগামী বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস থামবে জলপাইগুড়ি রোড, নিউ আলিপুরদুয়ার, কোচবিহার ও আলুয়াবাড়ি রোডে। উত্তরবঙ্গে কলকাতা ও দিল্লির একাধিক ট্রেনের স্টপেজ বাড়ল। এই রুটের ট্রেন গুলো যে সকল স্টেশনে দাঁড়াবে তা হল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং জেলার বিভিন্ন স্টেশন।
ভোটের আগে উত্তরবঙ্গে বন্দে ভারত স্লিপার-সহ ট্রেন স্টপেজের ঘোষণা (Indian Railways)
আর কয়েকটা দিন। তারপর শুরু হবে ২০২৬ বিধানসভা। কিন্তু নির্বাচনের আগে রেলের তরফ থেকে করা হল বড় ঘোষণা। এবার থেকে হাওড়া কামাখ্যা গামী বন্দে ভারত স্লিপার উত্তরবঙ্গের চারটি ষ্টেশনে। বন্দে ভারত ছাড়াও কলকাতা ও দিল্লি গামী ট্রেনের স্টপেজ পাবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং জেলার বিভিন্ন স্টেশন। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরও সুবিধা হবে বলে মনে করছে রেল (Indian Railways)।

আরও পড়ুন: এখনও অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢোকেনি? সমস্যা কোথায়, কীভাবে স্ট্যাটাস দেখবেন—রইল বিস্তারিত গাইড
এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে শাসক ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক বৈতরণী পার ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ভোটের আগে এই ঘোষণার ফলে, রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। অনেকের মতে ভোটের আগে বিজেপির কাছে এটি তুরুপের তাস বলে মনে করা হচ্ছে। এছাড়াও এটিকে কাজে লাগিয়ে কি গেরুয়া শিবির ভোটারদের মন পেতে মরিয়া হয়ে উঠেছে তা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে। পাশাপাশি বঙ্গে ভোটের ঠিক আগেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু করার কথা ঘোষণা করেছে রেলমন্ত্রক। আর এই যাত্রা শুরু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। তবে উদ্বোধনের আগে উত্তরবঙ্গে চারটি স্টেশনকে স্টপেজ ঘোষণা করায় খুশি হয়েছে জেলা জুড়ে। প্রসঙ্গত, আগামী ১৭ জানুয়ারি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামোর উদ্বোধন হতে চলেছে। ঐদিনই প্রধানমন্ত্রী বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে।
যদিও এই স্লিপার এক্সপ্রেস চালুর ঘোষণার দিন জলপাইগুড়ি রোড, কোচবিহার, আলিপুরদুয়ারের স্টপেজ দেওয়ার কথা ছিল না। কিন্তু এরপরে বিভিন্ন মহলের দাবি উঠে যে এই স্টেশন গুলোতে ওই ট্রেনের স্টপেজ দেওয়া হোক। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ডিআরএম অফিসে গিয়ে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের স্টপেজের দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভ দেখানোর পর অবশেষে রেলের পক্ষ থেকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের নয়া স্টপেজের কথা ঘোষণা করা হয়েছে রেল বোর্ডের তরফ থেকে।
কামাখ্যা থেকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি হাওড়ায় যাওয়ার সময় নিউ আলিপুরদুয়ার স্টেশনে রাত ৯ টা ২৩মিনিটে। নিউ কোচবিহারে রাত ৯ টা ৪০ মিনিটে আসবে। ট্রেনটি হাওড়ার উদ্দেশে যাওয়ার জন্য জলপাইগুড়ি রোড স্টেশনে ট্রেনটি রাত ১০টা ৫৫মিনিটে থামবে। আর আলুয়াবাড়ি রোড স্টেশনে ট্রেনটি থামবে রাত ১২টা ২২ মিনিটে। তাছাড়া গত ২ জানুয়ারি একটি সাংবাদিক সম্মেলন করে জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত কুমার রায় জানিয়েছিলেন, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসটির দাবি জলপাইগুড়ি রোড স্টেশনে স্টপেজ দেওয়ার জন্য দাবি জানিয়েছেন তিন। সেই দাবি পূরণ হওয়ায় তিনি রেলমন্ত্রকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া আলিপুরদুয়ারের বিধায়ক, সুমন কাঞ্জিলাল জানান বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এর স্টপেজের জন্য ১ জানুয়ারি আলিপুর দুয়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের দফতরে বিক্ষোভ দেখানো হয়েছিল। এই বিক্ষোভের ফলেই নিউ আলিপুর দুয়ারে বন্দে ভারতের স্টপেজ পেলাম।
শুধুমাত্র যে উত্তরবঙ্গের এই চারটি স্টেশনে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এর স্টপেজ পাওয়া যাবে তা নয়। একই সঙ্গে কলকাতা ও দিল্লীগামী বিভিন্ন ট্রেনের স্টপেজে তালিকা যুক্ত করা হয়েছে বাংলার বিভিন্ন স্টেশনকে। আর এই বিষয়ে রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব চিঠি দিয়ে বিস্তারিত জানিয়েছে জলপাইগুড়ির সাংসদ ডা: জয়ন্ত কুমার রায় কে। দীর্ঘদিন ধরে বিভিন্ন দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবি উঠেছিল। এবার সেই দাবি পাকাপাকিভাবে রেলমন্ত্রী সবুজ সংকেত দিয়েছেন। এই চিঠিতে জলপাইগুড়ি জেলার নাগরা কাটা, বানারহাট,নিউমাল বাজার, দার্জিলিং জেলার সেবক ও গুলমা রেলওয়ে স্টেশনে বেশকিছু ট্রেনের স্টপেজ দেওয়া হবে বলে জানানো হয়েছে। তাছাড়া 13141/13142 শিয়ালদহ-নিউ আলিপুর দুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস ও 15703/15704 নিউ জলপাইগুড়ি বঙ্গাইগাঁও ইন্টারসিটি এক্সপ্রেস রানিনগর স্টেশনে স্টপেজ দেবে।
পাশাপাশি আলিপুরদুয়ার থেকে পুনেগামী অমৃত ভারত এক্সপ্রেস এবং আলিপুরদুয়ার থেকে বেঙ্গালুরুগামী অমৃত ভারত এক্সপ্রেস এই দুটি ট্রেন চালু হতে চলেছে। এছাড়াও নিউ জলপাইগুড়ি থেকে বালুরঘাটগামী ইন্টারসিটি এক্সপ্রেসের এক্সটেনশন করা হচ্ছে হলদিবাড়ি পর্যন্ত। পাশাপাশি ডুয়ার্স থেকে দিল্লিগামী 22511/22512 লোকমান্য তিলক কামাক্ষ্যা কর্মভূমি এক্সপ্রেস এবার নিউ মাল জাংশনে স্টপেজ দেবে। একইসঙ্গে 15777/15778 নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এক্সপ্রেস বানারহাট ও নাগরাকাটা স্টেশনে স্টপেজ দেবে । 15777/15778 নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এক্সপ্রেস গুলমা স্টেশনে স্টপেজ দেবে । 15483/15484 আলিপুরদুয়ার দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস সেবক স্টেশনে স্টপেজ দেবে (Indian Railways) ।












