মাত্র ৯ কিমি! এই ট্রেনটা ছোটে এইটুকুই! জানেন কোথায় চলে দেশের ক্ষুদ্রতম রেলগাড়ি?

বাংলাহান্ট ডেস্ক : লক্ষ লক্ষ ভারতীয়র গন্তব্যে পৌঁছানোর সেরা মাধ্যম রেল ব্যবস্থা। ব্রিটিশ আমলে শুরু হওয়া ভারতীয় রেল (Indian Railways) আজ পৌঁছে গিয়েছে দেশের প্রতিটি প্রান্তে। যাত্রী পরিষেবার উন্নতি সাধনে গত কয়েক দশকে ক্রমাগত নিজেদের আপগ্রেড করেছে রেলওয়ে। তবে সুদীর্ঘ ভারতীয় রেলের ইতিহাসে এমন নানান কাহিনি রয়েছে যা অনেকের কাছেই অজানা।

ভারতীয় রেলের (Indian Railways) অজানা তথ্য

আজ আপনাদের ভারতীয় রেলের (Indian Railways) সবথেকে ক্ষুদ্রতম ট্রেন সম্পর্কে জানাতে চলেছি। অনেকেই জানেন না যে ভারতের ক্ষুদ্রতম ট্রেনটি কোথায় চলাচল করে। কতজন যাত্রী একসাথে যাতায়াত করতে পারেন এই ট্রেনে সেটা শুনলেও চোখ কপালে উঠতে পারে আপনাদের। ভারতের সবথেকে ক্ষুদ্রতম ট্রেনে রয়েছে মাত্র তিনটি কামরা।

আরোও পড়ুন : সরকারি কর্মচারীদের হোম লোনের ক্ষেত্রে ২% ছাড়, বিরাট ঘোষণা করল রাজ্য সরকার

ট্রেনটি যাত্রা পথে পার করে মাত্র ৯ কিলোমিটার পথ। ভারতের ক্ষুদ্রতম ট্রেন নীলগিরি মাউন্টেন রেলওয়ে আবার পরিচিত টয় ট্রেন নামেও। ডেমু এই ট্রেনে একসাথে ৩০০ জন যাত্রী বসে যাত্রা করতে পারেন। তবে কম যাত্রী সংখ্যার কারণে যেকোনো দিন ভারতীয় রেলওয়ে এই ট্রেনের (Train) পরিষেবা বন্ধ করে দিতে পারে।

আরোও পড়ুন : কাজ প্রায় শেষ! কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন কবে? সামনে এল দিনক্ষণ

নীলগিরি মাউন্টেন ট্রেনটি চলাচল করে কোচি হার্বার টার্মিনাস থেকে এরনাকুলাম জংশন পর্যন্ত। সারাদিনে মাত্র ২ বার এই ট্রেন পরিষেবা (Service) দিয়ে থাকে যাত্রীদের। সকালে ও বিকালে নির্দিষ্ট সময়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করে থাকে এই ডেমু ট্রেনটি। ৯ কিলোমিটারের যাত্রা পথে ট্রেনটি স্টপেজ দেয় মাত্র একটি স্টেশনে।

Indian Railways Train unknown fact

এই সংক্ষিপ্ত যাত্রা পথে যাত্রীরা ট্রেনে বসেই উপভোগ করতে পারেন মনোমুগ্ধকর পরিবেশের। মূলত পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ উপভোগ করতে এই ট্রেনে সওয়ার হন। তবে অত্যধিক কম যাত্রী সংখ্যার কারণে এই ট্রেনের (Train) ভবিষ্যৎ খুব একটা যে উজ্জ্বল নয় তা বলাই বাহুল্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর