বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল (Indian Railways) তার যাত্রীদের জন্য বিশেষ কিছু সুবিধার বন্দোবস্ত করে। তার মধ্যে এমন অনেক সুবিধাই রয়েছে যেগুলি সম্পর্কে আমরা অবগত নই। আসুন জেনে নিই সেই সমস্ত সুবিধা গুলির সম্পর্কে। এবার থেকে রেলের টিকিট বুকিংয়ের সময় মাথায় রাখবেন ভারতীয় রেল আপনাকে একটি বিশেষ সুবিধা দিচ্ছে আর সেটা হলো ভ্রমণ বীমা। ভারতীয় রেলওয়ে তার যাত্রীদের জন্য খুব স্বল্প মূল্যে এই বীমা প্রদান করে।
রেলের তথ্য অনুযায়ী, আপনি যখন রেলওয়ের ওয়েবসাইট, অ্যাপ বা যেকোনো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট বুক করেন, তখন সেখানে ট্রাভেল ইন্স্যুরেন্সের অপশন দেখা যায়। এখানে আপনাকে 1 টাকা বা তার কম মূল্যে বীমা পাওয়ার সুবিধা দেওয়া হচ্ছে। বেশিরভাগ মানুষ টিকিট বুক করার সময় এটি মাথায় রাখেন না এবং এই বীমার সুবিধা নিতে সক্ষম হন না। এমন পরিস্থিতিতে, আপনি যদি ভারতীয় রেলের টিকিট বুক করেন, তবে অবশ্যই এটি মাথায় রাখবেন।
আপনি যখনই ট্রেনের টিকিট বুক করবেন, সেই সময়ে আপনাকে একটি ছোট বিষয় খেয়াল রাখতে হবে। এই বিমার সুবিধা পাওয়া যায় স্লিপার বা যেকোনো কোচেই অ্যাপে রিজার্ভেশন করার সময়। আপনি যদি অফলাইন রিজার্ভেশন করেন, অর্থাৎ আপনি যদি রেলের টিকিট কাউন্টার থেকে টিকিট বুক করেন তাহলে ফর্মে বীমা পাওয়ার একটি বিকল্প রয়েছে।
আসুন তাহলে এবার জেনে নিই এই বীমা করলে কেমন কি কি সুবিধা মিলবে।
রেলে ভ্রমণের সময় কোনো যাত্রী মারা গেলে, বীমা কোম্পানি পরিবারকে 10 লাখ টাকা আর্থিক সহায়তা দেয়। একই ঘটনায়, যাত্রী সম্পূর্ণরূপে প্রতিবন্ধী হলে তাকে আর্থিক সহায়তা হিসাবে 10 লাখ টাকা দেওয়া হয়। ট্রেন দুর্ঘটনায় যাত্রী আংশিকভাবে অক্ষম হলে বীমা কোম্পানির পক্ষ থেকে 7 লাখ 50 হাজার টাকা প্রদান করা হয়। ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে 2 লাখ টাকা এবং যাত্রী সামান্য আহত হলে 10,000 টাকা বীমা কোম্পানি প্রদান করে ।