একেই বলে ভাগ্য! ২৪৬ টাকা খরচ করে ১.২৩ কোটি টাকা জিতলেন একই পরিবারের সদস্যরা

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেকেই চান কোটিপতি হয়ে নিশ্চিন্তে জীবন কাটাতে। যদিও, ইচ্ছে থাকলেও এই শখ পূরণে যথেষ্ট বেগ পেতে হয়। কারণ, অর্থ উপার্জন করাটা মোটেও সহজ কাজ নয়। তবে, কার ভাগ্যে কি লেখা আছে তা কেউই বলতে পারেনা। আর সেই কারণেই তো কিছুজন রীতিমতো কয়েক মুহূর্তের মধ্যেই বিপুল অর্থের মালিক হয়ে যান। এমনিতেই আমরা লটারির (Lottery) মাধ্যমে কোটিপতি হওয়ার ঘটনা প্রায়শই শুনতে পাই। তবে, এবার যে ঘটনাটি সামনে এসেছে তা লটারির সাথে সম্পর্কিত হলেও অবাক করে দেবে সবাইকে।

জানা গিয়েছে, এবার আমেরিকায় (America) একই পরিবারের তিনজন একই দিনে হঠাৎ করে ৪১ লক্ষ টাকা পেয়ে যান। এমতাবস্থায়, সব মিলিয়ে মুহূর্তের মধ্যেই কোটিপতি হয়ে যায় পরিবারটি। তবে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে কিভাবে তিনজন এই বিপুল অর্থ লাভ করলেন? সেক্ষেত্রে পুরো প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে।

একই জায়গা থেকে লটারির জন্য কাটা হয়েছিল ৩ টি টিকিট: এই প্রসঙ্গে একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, আমেরিকার মেরিল্যান্ডে বসবাসকারী এক পরিবারের তিনজন সদস্য তিনটি লটারির টিকিট কিনেছিলেন। এমতাবস্থায়, ৬১ বছর বয়সী বাবা প্রথমে গত ১৩ অক্টোবর ক্যারল কাউন্টির হ্যাম্পস্টেড মদের দোকান থেকে প্রায় ৮২ টাকা (১ ডলার) দিয়ে একটি লটারির টিকিট কিনেছিলেন। তাঁর টিকিটটি মেরিল্যান্ড লটারির অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি টিকিটটি পিক ৫ ইভিনিং ড্র কন্টেস্টের ছিল বলেও জানা গিয়েছে।

এরপর তাঁর ২৮ বছর বয়সী মেয়েও একই দোকান থেকে সেই কন্টেস্টের টিকিট কিনেছিলেন। এমনকি, তারপরে ওই বৃদ্ধের ৩১ বছরের ছেলেও একই দোকান থেকে লটারির টিকিট কেনেন। লটারির টিকিট নেওয়ার সময় পরিবারের তিন সদস্যই ৫-৩-৮-৩-৪ ডিজিটের নম্বর কম্বিনেশনটি ব্যবহার করেছেন। পরে, তাঁদের তিনজনই লটারি জিতে প্রত্যেকে ৪১ লক্ষ টাকা (৫০ হাজার ডলার) জিতেছেন।

এবার বাড়ি কিনবেন ও বিনিয়োগ করবেন: এমতাবস্থায়, এই বিপুল অঙ্কের টাকা একসঙ্গে জেতার পর পরিবারের তিনজন তা সঠিকভাবে ব্যবহারের পরিকল্পনা করেছেন। ইতিমধ্যেই একজন সদস্য সিদ্ধান্ত নিয়েছেন, যে তিনি নিজের টাকা দিয়ে বাড়ি কিনবেন। অপরদিকে, অন্য দু’জন ওই অর্থ বিনিয়োগ করতে চান বলেও জানা গিয়েছে। তবে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বর্তমানে গোটা মেরিল্যান্ড জুড়েই ওই পরিবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

WhatsApp Image 2022 11 01 at 4.15.41 PM

গত মাসে কানাডার এক ব্যক্তি ৬ কোটি টাকার দ্বিতীয় লটারি যেতেন: জানিয়ে রাখি, মাত্র কয়েকদিন আগে, কানাডায় বসবাসকারী অ্যান্টনি বেনি ১৩ মাসের ব্যবধানে ৬ কোটি টাকার দু’টি লটারি জেতেন। প্রথম লটারিটি তিনি ২০২১ সালের আগস্টে এবং দ্বিতীয়টি ২০২২ সালের অক্টোবর মাসে জেতেন বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই, এহেন ঘটনায় অ্যান্টনি নিজেও অবাক হয়ে যান।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর