মাত্র ৯ ঘন্টায় হাওড়া থেকে দিল্লি! ১৬০ কিমি গতি এবার বন্দে ভারতের, ছুটবে না ‘উড়বে’ ট্রেন

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের সর্বাঙ্গীণ সুবিধা দিতে দিন দিন উন্নত হয়ে উঠছে ভারতীয় রেলওয়ে (Indian Railways)। কম সময়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে এবং সফরকালে যাতে তাদের কোনোরকম সমস্যায় না পড়তে হয় তার জন্য নতুন নতুন পরিষেবা নিয়ে আসছে রেল। চালু হচ্ছে ভিন্ন ভিন্ন রুট এবং নতুন ট্রেনও (Indian Railways)। বিশেষ করে বন্দে ভারত ট্রেন নিয়ে আগ্রহ এবং উন্মাদনা এখনও তুঙ্গে। চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন নতুন একাধিক রুটেও বন্দে ভারত ট্রেন চলাচল শুরু হয়েছে। সেই সঙ্গে ট্রেনের গতি বাড়ানোর ক্ষেত্রেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর।

ভারতীয় রেল (Indian Railways) গতি বাড়াচ্ছে বন্দে ভারতের

বর্তমানে দিল্লি-হাওড়া রুটে ট্রেনের (Indian Railways) সর্বোচ্চ গতি ১৩০ কিমি প্রতি ঘন্টা। তবে এবার গতি বাড়িয়ে ১৬০ কিমি প্রতি ঘন্টায় নিয়ে যাওয়ার কাজ চলছে। ইতিমধ্যে গয়া এবং সরমাতান্ড স্টেশনের ১৬০ কিমি/ঘন্টায় বন্দে ভারত চালানোর পরীক্ষা সফল হয়েছে।

Indian Railways Vande bharat will now run in 160 km per hour speed

সফল হয়েছে পরীক্ষা: পূর্ব-মধ্য রেলের জেনারেল ম্যানেজার, হাজিপুরের প্রিন্সিপাল চিফ সিগনাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার এবং ডিডিইউ-ধানবাদ ডিভিশনের সহযোগিতায় প্রায় ৮৮ কিমি ব্যাপী ট্র্যাকে হয়েছে এই পরীক্ষা।

আরও পড়ুন : শেখ রিয়াজউদ্দিন থেকে ফিরদৌস শেখ, মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫, জেনে নিন ‘কীর্তিমান’দের পরিচয়

কীভাবে হয়েছে ট্রায়াল রান: গয়া জংশন থেকে প্রধানখন্তা পর্যন্তও ঘন্টায় ১৬০ কিমি ট্রেন (Indian Railways) চালানোর প্রস্তুতি চলছে। জানা যাচ্ছে, প্রথমে একক ইঞ্জিন দিয়ে দুদিনের ট্রায়াল রান চালানো হয়। এরপর ১০ টি HLB কোচের রেক চালানো হয়। শেষে গতি পরীক্ষা হয় বন্দে ভারতের। উল্লেখ্য, এই কবচ প্রকল্পের অংশ হওয়ার জন্য প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রী আগে থেকেই অফিসারদের নাম নির্দিষ্ট করে রেখেছিলেন।

আরও পড়ুন : “ধর্ষণ আগেও হয়েছে, পরেও হবে, সমাধান হয় নাকি!”, দুর্গাপুর কাণ্ডে ‘নির্লিপ্ত’ চিরঞ্জিত

১৩০ কিমি থেকে এক ধাক্কায় ১৬০ কিমি প্রতি ঘন্টা গতি বৃদ্ধি ভারতীয় রেলে নয়া অধ্যায় শুরু করতে চলেছে। দিল্লি থেকে হাওড়া-কোডর্মা হয়ে ১৬০ কিমি গতিতে ট্রেন চালানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে খবর। আগামীতে গতি আরও বাড়িয়ে ১৮০ কিমি গতিতে ট্রেন চালানোর প্রস্তুতিও নেওয়া শুরু করেছে ভারতীয় রেল।