একী কান্ড! WL টিকিট নিয়েই ট্রেনে ওঠার প্ল্যান করছেন? খুব সাবধান! যেকোন মুহুর্তেই ফেঁসে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ পরিবহণের মাধ্যম হিসেবে বেছে নেন রেলকে। বিশেষ করে দূরবর্তী স্থানে যাতায়াতের জন্য অধিকাংশ মানুষের প্রথম পছন্দ রেল ব্যবস্থা। তবে সবসময় দূরপাল্লার ট্রেনে কনফার্ম টিকিট কিন্তু পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় ট্রেনের টিকিট (Train Ticket) কাটা হলে সেটি চলে যায় ওয়েটিং লিস্টে (Waiting List)।

ট্রেনের বৈধ টিকিটধারীদের (Train Ticket) যাত্রা আরামদায়ক করতে কড়া সিদ্ধান্ত রেলের

শেষ মুহূর্তে অনেকে ট্রেনের টিকিট (Train Ticket) ক্যান্সেল করেন। তখন ওয়েটিং লিস্টে থাকা টিকিটগুলিকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কনফার্ম করা হয়। তবে অনেকেই আছেন যারা ওয়েটিং টিকিট নিয়েই উঠে পড়েন ট্রেনে। কিন্তু এবার ভারতীয় রেল বড় সিদ্ধান্ত নিল ওয়েটিং টিকিট নিয়ে রেল সফর করা নিয়ে। রেলের এই নিয়ম না জানা থাকলে যাত্রীদের পড়তে হবে বড় সমস্যায়।

   

আরোও পড়ুন : ‘চাকরি দিতেই হবে..’, দীর্ঘ প্রতীক্ষার অবসান! নিয়োগ নিয়ে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভারতীয় রেল (Indian Railways) জানিয়েছে, এবার কড়া অবস্থান নেওয়া হয়েছে ওয়েটিং টিকিট নিয়ে। ট্রেনের সংরক্ষিত কামরায় যাত্রা করা যাবে না ওয়েটিং লিস্টে থাকা টিকিট নিয়ে। রেল জানাচ্ছে, যদি কোনো যাত্রী ওয়েটিং টিকিট নিয়ে রেল সফর করেন তাহলে তাকে জরিমানা করা হবে মোটা টাকা। পাশাপাশি সেই যাত্রীকে নামিয়ে দেওয়া হবে পরবর্তী স্টেশনে।

Book train ticket instantly by speaking

দূরপাল্লার ট্রেনগুলির সংরক্ষিত শ্রেণীতে অবৈধ যাত্রীর ভিড় কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল। ওয়েটিং লিস্টে থাকা টিকিট নিয়ে ট্রেন সফর করলে গুণতে হবে মোটা অংকের জরিমানা। AC কোচে সফর করতে গিয়ে ধরা পড়লে জরিমানা বাবদ দিতে হবে ট্রেনের ভাড়া ও অতিরিক্ত ৪৪০ টাকা। স্লিপার কোচে যাত্রা করতে গিয়ে ধরা পড়লে জরিমানা হিসাবে দিতে হবে টিকিটের মূল্য ও ২৫০ টাকা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর