বেঁধে দেওয়া হল সীমা, অতিরিক্ত ওজনের লাগেজের জন্য জরিমানা! দুই স্টেশনে নিয়ম চালু রেলের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ট্রেনে উঠতে গেলেও এবার অতিরিক্ত লাগেজের জন্য গুনতে হবে টাকা। বিমানে লাগেজের জন্য বেঁধে দেওয়া থাকে নির্দিষ্ট ওজনের সীমা। তার বেশি ওজন হলেই দিতে হবে বাড়তি টাকা। এবার একই পথে হাঁটতে চলেছে ভারতীয় রেলও (Indian Railways)। বেশি ওজনের ব্যাগ হলেই জরিমানা গুনতে হবে যাত্রীদের। দুই স্টেশনে ইতিমধ্যেই এই নিয়ম চালু হতে চলেছে বলে খবর।

অতিরিক্ত ওজনের লাগেজ নিয়ে ওঠা যাবে না রেলে (Indian Railways)

উত্তর মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, বেশি লাগেজের জন্য যাত্রীদের জরিমানার নিয়ম থাকলেও বাস্তবে তা কার্যকর হয় না। একটি নির্দিষ্ট ওজনেরই লাগেজ নিয়ে ট্রেনে (Indian Railways) ওঠা যায়। তার বেশি ওজন হলে দিতে হয় জরিমানা। সেই নিয়মের কথাটা মনে করিয়ে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Indian railways will charge extra money for overweight luggage

দুই স্টেশনে চালু নিয়ম: আপাতত দুটি স্টেশনে পরীক্ষামূলক ভাবে এই নিয়ম চালু হচ্ছে বলে খবর। রেল (Indian Railways) সূত্রে খবর, প্রয়াগরাজ এবং প্রয়াগরাজ ছিওকি স্টেশনে যাত্রীদের মালপত্র স্ক্যান করে দেখা হবে নির্দিষ্ট ওজনের সীমা ছাড়িয়ে গিয়েছে কিনা। যদি ওজন নির্দিষ্ট সীমার উপরে চলে যায় তবে লাগু হবে জরিমানা। লাগেজের জন্য কত ওজনের সীমা ধার্য করা হয়েছে রেলের (Indian Railways) তরফে?

আরও পড়ুন : ‘বাংলাকে নিয়ে ছবি কেউ জানায়নি’, প্রতারণা হয়েছে? শাশ্বতর মন্তব্যের পরেই ফুঁসে উঠলেন বিবেক

কত ওজনের সীমা: রেলের (Indian Railways) নিয়ম অনুযায়ী, জেনারেল সেকেন্ড সিটিংয়ের ক্ষেত্রে ৩৫ কেজি, স্লিপার ক্লাসে ৪০ কেজি ওজনের মালপত্র নিয়ে যাওয়া যাবে। এসি থ্রি টায়ারেও ৪০ কেজি, এসি টু টায়ারে ৫০ কেজি এবং এসি ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে ৭০ কেজি ওজনের লাগেজ নেওয়া যেতে পারে। এতদিন ওজনের জন্য জরিমানা ধার্য করা হত না। কিন্তু এবার থেকে রেলের (Indian Railways) নিয়ম কার্যকর করা হবে বলে খবর।

আরও পড়ুন : নির্বাচনের আগে বঙ্গে SIR জল্পনা, ভোটার কার্ডে কোনও তথ্য ভুল নেই তো! কীভাবে সংশোধন করবেন?

রেলের তরফে জানানো হয়েছে, আরপিএফ লাগেজ স্ক্যান করবে। বাণিজ্য বিভাগের কর্মীরা যাত্রীদের ব্যাগের মাপ এবং ওজন পরীক্ষা করবেন। যদি ওজন নির্দিষ্ট সীমা ছাড়ায় তবে জরিমানা করা হবে যাত্রীদের। নিষিদ্ধ কোনও জিনিস যদি পরীক্ষায় ধরা পড়ে তাহলেও আরপিএফ ব্যবস্থা নেবে বলে জানা গিয়েছে। আপাতত দুটি স্টেশনে এই নিয়ম চালু হলেও ইতিবাচক সাড়া পাওয়া গেলে সমগ্র দেশেই এই নিয়ম চালু করা হবে।