যাত্রীদের জন্য বিরাট সুখবর! এবার এক টিকিটেই ঘোরা যাবে দিল্লি সহ একাধিক শহর, রেলের নতুন আপডেট জানেন?

Published on:

Published on:

Indian Railways with a single ticket you can visit multiple cities including Delhi
Follow

বাংলা হান্ট ডেস্ক: ট্রেনে করে আমরা সকলেই কমবেশি যাতায়াত করি। (Indian Railways) তবে ট্রেনের অনেক নিয়ম এখনো অজানা আমাদের কাছে। কারণ বরাবর আমরা জেনে এসেছি, ট্রেনের টিকেট যেখান থেকে কাটেন সেইখান থেকে শুরু করে যে স্টেশনের নামবেন সেই স্টেশন অব্দি আপনি যাতায়াত করতে পারবেন। তবে জানেন কি এমন টিকিট হয় যেটা আপনাকে একাধিক শহর ঘুরাতে পারবে। আর এই ফিচারটি রেলের অন্যতম । এই ফিচার্সটি কে বলা হয় সার্কুলার টিকিট।

এক টিকিটেই দিল্লি সহ একাধিক শহর ঘোরা যাবে, জানুন বিস্তারিত (Indian Railways)

অর্থাৎ একটি টিকিট কেটে আপনি এক স্টেশন থেকে যাত্রা শুরু করার পর আবার সেই স্টেশনেই ফিরে আসতে পারবেন। এই টিকিটগুলো পর্যাটক ও পুণ্যযাত্রীদের জন্য দারুণ ভাবে লাভজনক। এই সার্কুলার টিকিটের মাধ্যমে আপনি যে স্টেশন থেকে যাত্রা শুরু করবেন সেই স্টেশনের শেষ নয়। এইটি কেটে আটটি ভিন্ন স্টেশনে যাত্রা করতে পারবেন।

এই টিকিট দিয়ে আপনি ১ রুটে আলাদা ট্রেনেও উঠতে পারবেন। আর এই সার্কুলার টিকিটের বিশেষত্ব হল এর ভ্যালিডেশন থাকে ৫৬ দিন। যার ফলে যারা দীর্ঘ ঘোরার প্ল্যান করেন, তাদের জন্য এটি ভীষণভাবে লাভজনক।

Indian Railways with a single ticket you can visit multiple cities including Delhi

আরও পড়ুন: ভিড়ের দার্জিলিং নয়, প্রকৃতির কোলে কাঞ্চনজঙ্ঘা! জঙ্গলে ঘেরা এই পাহাড়ি গ্রামগুলো যেন স্বর্গের টুকরো

পাশাপাশি এতে একাধিক ট্রেনের টিকিট কাটার প্রয়োজন পড়ে না। এছাড়ো সার্কুলার টিকিটে টেলিস্কোপিও ভাড়া কার্যকর হয়। যা সাধারন ভাড়ার থেকে অনেকটা কম হয়। এছাড়া এই সার্কুলার টিকিট স্লিপার ক্লাস থেকে ফার্স্ট ক্লাস- যে কোনও শ্রেণির কামরার জন্যই কাটা যায়। একক টিকিট যেমন পাওয়া যায়, তেমনই যারা গ্রুপে ভ্রমণ করছেন, তারাও এই টিকিট কাটতে পারেন।

কীভাবে সার্কুলার জার্নি টিকিট কাটবেন?

এই টিকিট সাধারণ টিকিট কাউন্টারে পাওয়া যায় না। রেল কর্তৃপক্ষের কাছে প্রথমে আপনাকে যাত্রীদের নিজেদের ভ্রমণের রুট জমা দিতে হবে। এরপর রুট ফাইনাল হলে টিকিটের দাম কার্যকর হবে। তারপর যাত্রীদের নির্দিষ্ট স্টেশন থেকে টিকিট সংগ্রহ করতে হবে (Indian Railways)।